উচ্চমাধ্যমিক উত্তীর্ণ (Higher Secondary Pass) হবার পরেই যে কথাটা পরিবারসহ সকলের মনে আসে সেটি হলো – এরপর কী? উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হতেই এই চিন্তাতে রাতের ঘুম ওড়ে পড়ুয়াদেরও। কোন বিষয় বা কোর্স বেছে নিলে ভবিষ্যত আরও উজ্জ্বল হবে? কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি চাকরি পাওয়া যায়? (Most Demanding Jobs) এই চিন্তাই ঘোরাফেরা করে সকলের মনে।
সকলের দরকার চাকরি বা রোজগারের (Income) রাস্তা আর সেই কারণেই সঠিক দিকে অগ্রসর হওয়া খুবই জরুরি সকলের জন্য। আজ তাই আমরা নিয়ে এসেছি এমনই কয়েকটি উপায় যেগুলিকে ‘পাখির চোখ’ ভেবে এগোতে থাকলে উন্নতি আসতে বাধ্য। আসুন জেনে নেওয়া যাক সেইসব বিষয়ে বিস্তারিত।
i) সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার (Software Engineer):
সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের (Software Engineer) বর্তমানে ভীষণ চাহিদা। এই পেশার সাথে যুক্ত মানুষের প্রধান কাজ হলো সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনগুলি ডিজাইন(Software Application Design), বিকাশ এবং পরীক্ষা করা। Software Engineer রা তাদের শক্তিশালী প্রোগ্রামিং (Strong Programming) দক্ষতার পাশাপাশি জটিল সমস্যা সমাধানের ক্ষমতাও রাখে।
ii) ডেটা সায়েন্টিস্ট (Data Scientists):
ডেটা সায়েন্টিস্টদের (Data Scientists) প্রধান কাজই হলো প্রচুর পরিমাণে ডেটা সংগ্রহ করে, বিশ্লেষণ করে তাদের ব্যাখ্যা করা। তারা ভবিষ্যতে কী হতে পারে সেই বিষয়ে কথা বলতে এবং সুপারিশ করতে এই ডেটা ব্যবহার করে যা ব্যবসায়িক ক্রিয়াকলাপকে উন্নত করতে পারে।
iii) স্বাস্থ্যসেবা পেশাদার (Healthcare Professionals):
স্বাস্থ্যসেবা পেশাদাররা (Healthcare Professionals) মূলত রোগীদের যত্ন নেন। তাদের প্রধানত মানবদেহ সম্পর্কে দৃঢ় ধারণা এবং রোগ নির্ণয় ও চিকিৎসা করার ক্ষমতা শেখানো হয় যা ভবিষ্যতে অনেক সাহায্য করে।
iv) শিক্ষক (Teacher):
শিক্ষক (Teacher) হলেন আমাদের সমাজের কারিগর। ওনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন উপযুক্ত ভাবে। কাজেই কাজটি অনেক গুরুত্বপূর্ণ। কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী (Kindergarten to 12th) পর্যন্ত শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা দেন। তাদের নিজের সাবজেক্ট এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা সম্পর্কে দৃঢ় ধারণা থাকা উচিত।
v) আর্থিক বিশ্লেষক (Financial Analysts):
আর্থিক বিশ্লেষকরা (Financial Analyst) প্রধানত সংস্থাগুলির আর্থিক কর্মক্ষমতা মূল্যায়ন করে। তাদের শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবশ্যই থাকতে হবে।
vi) মার্কেটিং ম্যানেজার (Marketing Manager):
মার্কেটিং ম্যানেজাররা (Marketing Manager) মার্কেটিং কৌশল তৈরি করে এবং বাস্তবায়ন করে। তাদের টার্গেট মার্কেট অর্থাৎ মানুষ কিসের প্রতি বেশি আকৃষ্ট হয় সেই সম্পর্কে ভাল ধারণা এবং কার্যকর বিপণন প্রচারাভিযান তৈরি করার ক্ষমতা থাকতে হবে।
vii) ব্যবসায়িক বিশ্লেষক (Business Analysts):
ব্যবসায়িক বিশ্লেষকরা (Business Analyst) ব্যবসায়িকদের তাদের ক্রিয়াকলাপ উন্নত করতে সহায়তা করার জন্য তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে। তাদের অবশ্যই শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা এবং Business Leaders দের সঙ্গে সুন্দর কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে।
viii) প্রজেক্ট ম্যানেজার (Project Manager):
প্রজেক্ট ম্যানেজাররা (Project Manager) বিভিন্ন নতুন প্রজেক্টের পরিকল্পনা, উপস্থাপনা এবং তত্ত্বাবধান করে। তাদের অবশ্যই শক্তিশালী সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন ধরণের লোকের সঙ্গে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
ix) বিক্রয় প্রতিনিধি (Sales Representative):
বিক্রয় প্রতিনিধিরা (Sales Representative) গ্রাহকের কাছে নিজেদের Business Product এবং পরিষেবা বিক্রি করে। তাদের অবশ্যই শক্তিশালী যোগাযোগ দক্ষতা এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষমতা থাকতে হবে।
এই কয়েকটি দিককে উচ্চমাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হবার পরেই যদি পেশা হিসেবে বেছে নেন, তাহলে অবশ্যই তা হবে ফলপ্রসূ।
-Written by Riya Ghosh