HomeBusiness ideasEarning Ideas: ছেলেদের জন্য ৮টি পেশা যেগুলি শেখা যায় কম সময়ে, ইনকামও...

Earning Ideas: ছেলেদের জন্য ৮টি পেশা যেগুলি শেখা যায় কম সময়ে, ইনকামও হাজার হাজার টাকা।

একটা নির্দিষ্ট বয়সের পর প্রত্যেক ছেলেকেই সংসারের হাল ধরতে হয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে অনেক ছেলেরা কর্ম জগতে প্রবেশ করেন, অনেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করার পর চাকরি বা ব্যবসা করেন।

আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ছেলেদের জন্য আটটি এমন পেশা(Jobs), যেগুলি খুব কম সময়ে শেখা যায় এবং এই পেশাগুলি থেকে আপনারা প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। (8 Jobs For Men That Can Be Learned In Less Time)

১) গ্রাফিক্স ডিজাইন:

বিভিন্ন সংস্থা থেকে আপনারা গ্রাফিক্স ডিজাইন(Graphics Designing) এর কোর্স করতে পারবেন। এই কাজটি শেখার পর বিভিন্ন সংস্থা ও কোম্পানির লোগো, গ্রাফিক্স, ব্যানার তৈরি করার কাজ করে আপনারা প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। এই কাজটি আপনারা পুরোপুরি ফ্রিল্যান্সিং হিসেবে করতে পারেন। বর্তমানে বহু মানুষ গ্রাফিক্স ডিজাইন এর কাজটি ফ্রিল্যান্সিং হিসাবে করেন। আপনারা বাড়িতে বসেই কাজটি করতে পারবেন, আবার যখন কোন সংস্থা বা কোম্পানির হয়ে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করবেন তখন, সেই সংস্থাতে গিয়েও কাজটি করতে পারবেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

২) AC Repairing Service:

দিন দিন যেভাবে গরম ফাটছে ততই চাহিদা বাড়ছে এয়ার কন্ডিশনারের। এয়ারকন্ডিশন থাকলে তাতে বিভিন্ন রকম সমস্যা হবেই। আর এয়ার কন্ডিশনারের বিভিন্ন রকম সমস্যা সমাধান করার জন্য রয়েছে এসি রিপেয়ারিং সার্ভিস(Ac Repairing Service)।

আপনারা যদি ভালোভাবে এসি রিপেয়ারিং সার্ভিস শিখতে পারেন, তাহলে সারা বছর ধরেই আপনারা উপার্জন করতে পারবেন। গরমকালে যখন এসির ব্যবহার সর্বাধিক হয়, তখন আপনাদের উপার্জনও অন্যান্য সময়ের তুলনায় অনেকটা বেশি হবে।

৩) GYM Trainer:

বর্তমানে অনেকেই শরীর চর্চা করতে পছন্দ করেন। নিজেকে ভালো দেখাতেই হোক বা ফিট থাকতে, বর্তমানে বহু যুবকেরা জিম জয়েন করে থাকেন।

আপনি একজন জিম ট্রেনার(Gym Trainer Business) হিসেবে আপনার পেশা শুরু করতে পারেন। কোন বড় জিম ট্রেনারের কাছ থেকে প্রথমে আপনাকে এই বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে এবং আপনারা খুব অল্প সময়ের মধ্যেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে একজন প্রতিষ্ঠিত জিম ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন।

৪) অনলাইন টিউটর:

করোনা অতিমারির সময় থেকে আমরা অনলাইন পড়াশোনা এবং অনলাইন কাজের সাথে বেশি পরিচিত হয়েছি। বর্তমানে অনেক টিউটররা অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পড়িয়ে থাকেন(Online Teaching)।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

আপনার যদি নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা থেকে থাকে, তাহলে আপনারা অনলাইন কোচিং(Online Coaching) এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে পড়াতে পারবেন। এই কাজটি আপনারা বাড়িতে বসেই করতে পারবেন এবং প্রত্যেক মাসে অনেক টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

৫) Video Editor:

ভিডিও এডিটিং কোর্সটি(Video Editing Course) শিখে নিলে আপনারা নিজেরাই প্রয়োজনীয় ভিডিও এডিট করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যমের ভিডিও এডিট করে প্রত্যেক মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন। নিজের এডিট করা ভিডিও আপনি যদি ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, সেখান থেকে অতিরিক্ত মোটা অংকের টাকা উপার্জন হবে প্রতি মাসে।

৬) মেহেন্দি আর্টিস্ট:

বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিশেষ করে বিয়েতে কনে সহ অন্যান্য মেয়েরা মেহেদী পরতে পছন্দ করেন। মেহেন্দি পরানোর জন্য প্রয়োজন হয় একজন ভালো মেহেন্দি আর্টিস্টের।

আপনারা যদি কোন দক্ষ মেহেন্দি আর্টিস্ট এর কাছ থেকে মেহেন্দি করা শিখতে পারেন, তাহলে বিভিন্ন রকম অনুষ্ঠানে মেয়েদের হাতে মেহেন্দি করে দেবার মাধ্যমে প্রত্যেক মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন। এই ব্যবসাতে লোকসান বলতে কিছুই নেই, বরঞ্চ যত দিন যাবে, আপনার হাতের কাজ ভালো হলে আপনি তত বেশি সংখ্যক গ্রাহক পাবেন এবং উপার্জনের পরিমাণও কয়েকগুণ করে বাড়তে থাকবে প্রতি মাসে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

৭) Yoga Teacher:

শরীর সুস্থ রাখতে অনেকেই যোগব্যায়াম করে থাকেন। তার জন্য একজন ভালো যোগ শিক্ষক বা শিক্ষিকার দরকার হয়। বর্তমানে বহু মানুষ নিজেদের সুস্থ এবং ফিট রাখার জন্য যোগাসন করে থাকেন।

আপনি যদি একজন যোগ শিক্ষক/শিক্ষিকা হিসেবে আপনার পেশা শুরু করেন, তাহলে ছোট থেকে শুরু করে অনেক বড়রাও আপনার কাছে যোগাসন শিখতে আসবে। এতে করে আপনারা প্রত্যেক মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন এবং বাড়িতে থেকেই আপনার পেশা চালিয়ে যেতে পারবেন।

৮) ড্রয়িং স্কুল:

আজকালকার অভিভাবকেরা চান তাদের সন্তানেরা পড়াশোনার পাশাপাশি অন্য কোন বিষয়ে দক্ষ হোক। এইজন্য অনেকেই তাদের সন্তানদের বিভিন্ন ড্রইং স্কুলে(Drawing School) ভর্তি করিয়ে দেন। আপনার যদি আঁকার দক্ষতা থেকে থাকে তাহলে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে একটি ভালো ড্রয়িং স্কুল খুলতে পারেন. ছাত্র-ছাত্রীরা আপনার কাছ থেকে আঁকা শিখে ভবিষ্যতে বিভিন্ন কাজে সেটি প্রয়োগ করতে পারবে।

সপ্তাহের একটি বা একাধিক দিনে আপনি আপনার ড্রয়িং স্কুল চালু রাখতে পারবেন। এই কাজটি করে আপনারা প্রত্যেক মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন তো বটেই, তার সাথে সারা সপ্তাহ জুড়েই ফাঁকা সময় থাকবে। এই ফাঁকা সময়টিকে আপনারা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular