HomeMoneyঅবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের, জানুন বিস্তারিত।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের, জানুন বিস্তারিত।

সম্প্রতি রাজ্য সরকারের (State Government) তরফে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের (Retired Govt Employee) পেনশন নিয়ে জারি হয়েছে নয়া নির্দেশিকা। গত ৬ জুলাই একটি বিজ্ঞপ্তি (Notification) জারি করে All India Services এর Death-cum-Retirement Benifit এর নিয়মের সংশোধন করেছিল কেন্দ্রের কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ(Training Department)। এই অবস্থায় নতুন নিয়মে আটকে যেতে পারে IAS, IPS এবং Forest Service দের পেনশনভোগীদের সুবিধা। রাজ্য সরকারের কোনো রেফারেন্স ছাড়াই (Without Reference) এই সমস্যা দেখা দিতে পারে।

ঠিক কি বলা হয়েছে নতুন নিয়মে? আসুন জানি!

নতুন নিয়মে বলা হয়েছে যে যদি কোনও আধিকারিক কোনো গুরুতর দোষে দোষী সাব্যস্ত হন তবে রাজ্য সরকারের কোনো রেফারেন্স ছাড়াই (Without Reference) কেন্দ্রীয় সরকার (Central Govt) তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এমনকী সরকার চাইলে তাঁদের পেনশন আটকে দিতে পারে। পাশাপাশি তাঁদের অবসরকালীন সময়ের সুযোগ সুবিধাও প্রত্যাহার (Rejected) করা হতে পারে।

কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে, শর্তসাপেক্ষে কর্মচারীরা একবারই Old Pension Scheme এর সুবিধা পাবেন IAS অর্থাৎ Indian Administrative service, IPS অর্থাৎ Indian Police Service এবং IFOS অর্থাৎ Indian Forest Service এর অফিসারেরা। তবে হ্যাঁ, উল্লেখ্য যে সংশ্লিষ্ট IAS, IPS এবং IFOS অফিসারেরা যদি ২০০৩ সালের ২২ ডিসেম্বরের আগে চাকরিতে যোগ দিয়ে থাকেন, তবেই এই সুবিধা পাবেন। নচেৎ নয়।

এই প্রসঙ্গে বলে রাখি যে, পুরনো পেনশন স্কিমের (Old Pension Scheme) আওতায় ফিরে আসার জন্য বিভিন্ন রাজ্যেরই সরকারি কর্মচারীরা পথে নেমেছেন। এর মধ্যেই Old Pension Scheme ফিরিয়ে আনাও হয়েছে কয়েকটি বিজেপি-বিরোধী শাসিত রাজ্যে। তবে কেন্দ্রীয় সরকার যদিও NPS এর পক্ষেই রয়েছে। তবে একটি বছরের জন্য কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে IAS , IPS এবং IFOS এর অফিসারদের জন্য একবার সুযোগ দেওয়ার।

তবে এই সুযোগ দেওয়ার কারণ কী? আসলে সরকারের তরফে পূর্বে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে (Notification) বলা হয়েছিল যেসব শূন্যপদে কোনো সরকারি কর্মচারী ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপরেও চাকরিতে যোগ দেন, তাহলেও তাঁকে পুরনো পেনশন স্কিমের (Old Pension Scheme) আওতায় থাকার সুযোগ দিতে হবে। সেই জন্যই এই সুযোগ দেওয়া হয়েছে এক বছরের জন্য।

কেন্দ্র সূত্রে জানানো হয়েছে যে, এই শর্তাবলীতে Old Pension Scheme এর সুযোগ পেতে গেলে All India Services এর কর্মরত অফিসারদের আগামী নভেম্বরের ৩০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। যে অফিসাররা পুরনো পেনশন স্কিমের সুবিধা (Old Pension Scheme) পাওয়ার যোগ্য হলেও নয়া পেনশন স্কিমের আওতায় থাকতে চান, তাঁরাও সেই সুযোগ পাবেন।

তবে মনে রাখবেন যে ৩০ নভেম্বরের মধ্যে আবেদন না করলে পুরোনো স্কিমের যোগ্য অফিসার হলেও নয়া স্কিমের পেনশনের আওতায় থাকবেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular