HomeBusiness ideasচাকরি করেও সপ্তাহের শেষে করতে পারবেন এই ব্যবসাগুলি, রইল সেরা ৭টি বিজনেস...

চাকরি করেও সপ্তাহের শেষে করতে পারবেন এই ব্যবসাগুলি, রইল সেরা ৭টি বিজনেস আইডিয়া।

বহু মানুষ আছেন যারা সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং সপ্তাহের শেষ দুটি দিন মোটামুটি ফাঁকা থাকেন। তবে শুধুমাত্র আরাম করে বা বসে সময় না কাটিয়ে এই দুদিন কাজ করেই আপনি বড় একটি ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়াও যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি কোন ভাবে উপার্জন করতে চান, তারাও এই বিজনেস আইডিয়াগুলি ফলো করতে পারেন। ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এই বিজনেস আইডিয়া গুলি ফলো করার আরেকটি সুবিধা হল তারা সপ্তাহের সাত দিনই এই দিকে মন দিতে পারবেন। তাদের ক্ষেত্রে ব্যাপারটি আরও সুবিধাজনক হবে এবং আয়ও হবে বেশি।

চাকরি করেও সপ্তাহের শেষে করতে পারবেন এরকম সেরা ৭টি বিজনেস আইডিয়া।

(7 Best Business Ideas For Employees)

ইউটিউব চ্যানেল:

আপনার যদি নিজের একটি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে পারেন, তবে ইউটিউব থেকে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। আপনার কাছে যদি কোন একটি ভালো স্ক্রিপ্ট থাকে যে স্ক্রিপ্টের উপর ভিডিও তৈরি করতে পারবেন ,তাহলে আপনি সারা সপ্তাহ জুড়েই অল্প অল্প সময় নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এবং সপ্তাহের শেষে সেই ভিডিওগুলো সুন্দরভাবে সাজিয়ে আপলোড করতে পারবেন। এছাড়া আপনি যখন খুশি ভিডিও তৈরিও করতে পারবেন, আপলোড ও করতে পারবেন নিজের সময় অনুযায়ী। এরপর সাবস্ক্রাইবার সংখ্যা এবং কতজন আপনার ভিডিও দেখছেন সেই অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে youtube এর পক্ষ থেকে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

থাম্বনেইল এডিটিং:

বর্তমানে ইউটিউবার সংখ্যা প্রচুর বেড়েছে। বহু বিষয় নিয়ে অনেক ইউটিউবাররা অনেক রকম ভিডিও তৈরি করেন। প্রত্যেকটি ভিডিওর মূল আকর্ষণ থাকে থাম্বনেইল। অনেক সময় বড় বড় ইউটিউবাররা ভালো কোন এডিটরকে দিয়ে তাদের ভিডিওর থাম্বনেইল এডিট করিয়ে থাকেন।

ভালো কোন ফটো এডিটিং অ্যাপ যদি আপনার থাকে, এবং আপনি যদি ফটো এডিটিং করতে সিদ্ধহস্ত হন তাহলে খুব সুন্দর ভাবেই প্রাসঙ্গিক বিষয়ের উপর এডিট করে আপনি ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন। এই কাজের খুব একটা বেশি সময় লাগে না এবং আপনি অল্প সময়ের মধ্যে অনেকগুলি ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করে দিতে পারবেন। এভাবে সপ্তাহের শেষ দুদিনের আপনি অনেক টাকা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি যদি সারা সপ্তাহ জুড়েই এই কাজটি করতে চান, তবে সে ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ আপনার কাছে আসতে পারে এবং উপার্জনও হবে অনেক বেশি।

ভিডিও এডিটিং:

অনেক সময় বিভিন্ন কোম্পানিগুলি তাদের প্রোমোশনাল ভিডিও এডিটিং করিয়ে থাকেন বাইরের কোন এডিটর কে দিয়ে। এছাড়া অনেক ইউটিউবাররাও বাইরের এডিটরদের দিয়ে তাদের ভিডিও এডিট করিয়ে থাকেন। আপনি যদি ভালো ভিডিও এডিট করতে পারেন, তাহলে এই কাজটিও আপনার জন্য বেশ লাভজনক একটি ব্যবসা হতে পারে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

থাম্বনেইল এডিটিং হোক বা ভিডিও এডিটিং, এই কাজগুলোর জন্য আপনারা অনলাইনে সার্চ করতে পারেন। অনলাইনে অনেক অ্যাপ,ওয়েবসাইট আছে যারা এই রকম কাজের অফার দিয়ে থাকে। তবে অবশ্যই এই কাজগুলি করার আগে সেই ওয়েবসাইটের ব্যাপারে একটু যাচাই করে নেবেন।

ডাটা এন্ট্রি অপারেটর:

আপনাদের হাতে যদি সময় কম থাকে অর্থাৎ যদি আপনারা শুধুমাত্র সপ্তাহের শেষেই ফাঁকা টাইমে এই কাজটি করতে চান, তাহলে এই কাজের মাধ্যমে আপনারা উপার্জন করতে পারেন। কিছু বেসরকারী সংস্থা, লোকাল শোরুম বা মার্কেটের ডাটা এন্ট্রি পদের জন্য তারা কর্মী খুঁজে থাকেন। আপনারা সেখানে অংশগ্রহণ করে একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে উপার্জন করতে পারবেন।

সাবটাইটেল:

কোন ওয়েব সিরিজ, ভিডিও দেখে বা অডিও শুনে সাবটাইটেল লেখাটাও একটা কাজের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি সারারাত একটি ওয়েবসাইট ওয়েব সিরিজ দেখছেন এবং সেটির কথাগুলো আপনি টাইপ করে লিখে দিচ্ছেন – এই কাজটির মাধ্যমেও আপনি উপার্জন করতে পারবেন। অনলাইনে এমন অনেক ওয়েবসাইট আছে যারা এমন সাবটাইটেল লেখার জন্য প্রার্থী খুঁজে থাকে। আপনারা সেখানে আবেদন করে প্রত্যেক সপ্তাহে অনেক টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

অনলাইন সমীক্ষা:

বহু দেশীয় সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা সহজ সাধারণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টাকা পেমেন্ট করে । কোম্পানিগুলি বিভিন্ন রকম প্রোডাক্ট এবং পরিষেবা সংক্রান্ত প্রশ্ন বা রিভিউ এর উপর ভিত্তি করে টাকা দেয়। এজন্য আপনারা অনলাইনে বিভিন্ন রকম ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে এমন সার্ভে নিয়মিত চলে। সেখানে অংশগ্রহণ করে আপনারা অল্প কিছু প্রশ্নের উত্তর দিয়েই অনেক টাকা উপার্জন করতে পারবেন।

ব্লগিং:

অনলাইনে ব্লগ লিখেও উপার্জন করার সুযোগ রয়েছে। আপনি যদি নিয়মিত কোন একটি বিষয়ের উপর ব্লগ লেখা শুরু করেন তবে সেটি আপনার আয়ের অন্যতম একটি উৎস হয়ে উঠতে পারে। এছাড়া আপনি আপনার ব্লগের লেখাগুলো অন্যান্য ওয়েবসাইটে বিক্রি করার মাধ্যমে উপার্জন করতে পারবেন। অনলাইনে সার্চ করে আপনারা বিশ্বস্ত কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে আপনারা ব্লগ লেখার মাধ্যমে এবং ব্লগের পোস্ট বিক্রি করার মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular