HomeBusiness ideasBusiness Idea: কম পুঁজিতে ৬টি ব্যবসার আইডিয়া, পরিশ্রম করতে পারলে টাকার মালামাল।

Business Idea: কম পুঁজিতে ৬টি ব্যবসার আইডিয়া, পরিশ্রম করতে পারলে টাকার মালামাল।

বর্তমানে চাকরির বাজার যতই সংকুচিত হয়ে আসছে সাধারণ মানুষ ততই ব্যবসার প্রতি আগ্রহ বাড়াচ্ছেন। এখন প্রত্যেক ব্যক্তি চান স্বাবলম্বী হতে এবং পরিবারের হাল ধরতে। স্বাবলম্বী হবার জন্য অনেকেই এখন ব্যবসার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তবে অনেকেরই ব্যবসা শুরু করার মত বিপুল পরিমাণ পুঁজি থাকে না, আবার অনেকের ব্যবসা সম্পর্কে বেশি জ্ঞান না থাকার কারণে এগোতে পারেন না।

আজকে আপনাদের এমন ছয়টি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানাবো যেগুলি আপনারা খুব অল্প পুঁজি দিয়েই শুরু করতে পারবেন। মাত্র ৫০০০ টাকা থেকে ১০০০০ টাকা বিনিয়োগের মাধ্যমেও আপনি এই ব্যবসা গুলি শুরু করতে পারবেন বা বিনা পুঁজিতেও কিছু ব্যবসা করতে পারবেন। সঠিকভাবে যদি ব্যবসা করতে পারেন এবং পরিশ্রম করতে পারেন তবে খুব শীঘ্রই রাশি রাশি টাকার মুখ দেখতে পারবেন আপনি।

১. অনলাইন শিক্ষকতা:

করোনা মহামারী আসার পর থেকে অনলাইন পড়াশোনার দিকে ঝুঁকেছেন বহু ছাত্র-ছাত্রীরা। প্রাইভেট টিউটর থেকে শুরু করে বড় বড় স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়িয়ে গেছেন বহুদিন। আপনি যদি অনলাইন শিক্ষকতাকে আপনার বিজনেস হিসেবে শুরু করতে পারেন তবে ঘরে বসেই খুব ভালো আয় করা সম্ভব।

আপনি যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়টি অনলাইনের মাধ্যমে শিখিয়ে ভালো টাকা আয় করতে পারবেন। হতে পারে আপনি পড়াশোনায় ভালো বা কোন বাদ্যযন্ত্র বাজানোয় ভালো বা ভাষা শিক্ষার দিকে আপনার অগাধ জ্ঞান। আপনি এই বিষয়গুলি নিয়েই অনলাইনে শিক্ষকতা শুরু করতে পারেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

প্রাথমিকভাবে আপনি যদি একটি নিজের ইউটিউব চ্যানেল খুলে নিয়ে আপনার পছন্দের বিষয়গুলি সম্পর্কে পড়ানো শুরু করেন তবে খুব শীঘ্রই বহু মানুষ আপনার সাথে যুক্ত হবে এবং আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়তে থাকবে। এখন বহু এডুকেশনাল প্লাটফর্ম রয়েছে যেগুলোতে আপনি আপনার পড়ানো আপলোড করতে পারবেন। পাশাপাশি আপনার পছন্দের বিষয় নিয়ে কোর্স আপলোড করার ও সুযোগ রয়েছে এই ধরনের প্লাটফর্মে।

২.অফলাইন শিক্ষাকতা:

অফলাইন শিক্ষকতার মাধ্যমেও বহু মানুষ হাজার হাজার টাকা উপার্জন করেন প্রতি মাসে। এইজন্য আপনার পছন্দের বিষয়টিত বা যে বিষয়টিতে আপনার বেশি জ্ঞান রয়েছে সেই বিষয়টি সম্পর্কে পড়ানো শুরু করতে পারেন। আপনি বাড়িতে বা কোনো কোচিং সেন্টার থেকেও পড়ানো শুরু করতে পারেন। প্রথমদিকে অল্প কিছু ছাত্রছাত্রী পেলেও যত দিন যাবে, আপনার ছাত্র-ছাত্রী সংখ্যাও বৃদ্ধি পেতে থাকবে। আপনার পড়ানোর ধরন যদি ভাল হয় এবং ছাত্র-ছাত্রীরা যদি আপনার কাছে পড়ে উন্নতি করতে পারে, তবে খুব শীঘ্রই আপনার নাম, খ্যাতি ছড়িয়ে পড়তে থাকবে।

৩.অনলাইন বেকারি:

বর্তমানে বহু মানুষ অনলাইনে বেকারি সামগ্রী বিক্রি করে অনেক টাকা উপার্জন করছেন। বেশিরভাগ মানুষই বাড়িতে বেকারি ধরনের জিনিস বানাতে পারেন না। ফলে দোকান বা অনলাইন সোর্সই সম্বল। আপনি যদি কেক কুকিস ইত্যাদি বানাতে পারেন এবং সেগুলোর প্রচার ভালোভাবে করতে পারেন তবে খুব শীঘ্রই আপনি প্রচুর গ্রাহক পেয়ে যাবেন। এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে আপনার ব্যবসা সম্পর্কে প্রচার করতে পারেন। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অনেক মানুষ থাকায় বহু মানুষ আপনার ব্যবসা সম্পর্কে জানতে পারবেন। এবং তারা আপনার থেকে অর্ডার দিলে যতদিন যাবে, ততই আপনার লাভের পরিমাণ বাড়তে থাকবে। আপনার খাবারের গুণগত মান এবং দাম যদি গ্রাহকদের কাছে সন্তুষ্টির কারণ হয়, তবে আপনাকে আর ঘুরে তাকাতে হবে না।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

 

৪. বিউটিশিয়ান বা মেকাপ আর্টিস্ট:

প্রত্যেকেই চায় নিজেকে সবসময় সুন্দর ভাবে রাখতে। মেয়েদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। নিজের রূপচর্চার পিছনে দিনের অনেকটা সময়ই অনেকে খরচ করে ফেলেন। আপনি যদি বিউটিশিয়ান বা মেকাপ আর্টিস্ট হয়ে থাকেন তবে খুব শীঘ্রই অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনি।

বাড়িতে বা কোন দোকান ভাড়া নিয়ে আপনি বিউটি পার্লার খুলতে পারেন। গ্রাম হোক বা শহর, আপনার সাজানোর গুণ ভালো হলে আপনার সার্ভিস গ্রহণের গ্রাহকের সংখ্যা কখনই কমবে না। তাছাড়া অন্যান্য মেয়েদেরকে বিউটিশিয়ান কোর্স করিয়ে তার মাধ্যমেও আপনি উপার্জন করতে পারবেন।

বিভিন্ন বিউটিশিয়ান পণ্য বিক্রির মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন এই কাজে।

তাছাড়াও এলাকার কোন বড় অনুষ্ঠান যেমন বিয়ে, অন্নপ্রাশনে সাজানোর বড় বড় অর্ডার পাওয়া যায়। একাধিক ব্যক্তিকে সাজানোর জন্য এই অর্ডারগুলো দেওয়া হয়। অনুষ্ঠান বড় হলে সেখান থেকে একবারেই অনেক টাকা উপার্জন করে যায়।

৫. বিদেশী ভাষা শিক্ষা:

আপনি যদি কোন বিদেশী ভাষা জানেন, তবে আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়েও আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন। বর্তমানে বহু ছেলেমেয়েরা আছে যারা বিদেশী ভাষা শিখতে আগ্রহী। আপনি সেই সমস্ত ছেলে-মেয়েদের বিদেশি ভাষা শিখিয়ে উপার্জন করতে পারেন। এছাড়াও বিদেশ থেকে কোন ব্যক্তি যদি আমাদের দেশে আসে তবে তার একজন ট্রান্সলেটরের প্রয়োজন হয়। আপনি যেহেতু বিদেশী লোকটির ভাষা এবং দেশের ভাষা উভয়ই জানেন সে ক্ষেত্রে এই ট্রান্সলেটরের কাজেও আপনি যোগ দিতে পারবেন। এটি খুবই লাভজনক একটি ব্যবসা এবং কোনো রকম পুঁজি ছাড়াই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন শুধুমাত্র আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

৬. ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং:

বিভিন্ন ওয়েবসাইটের কর্ণধাররা তাদের ওয়েবসাইটে লেখার জন্য কনটেন্ট রাইটারদের খোঁজ করে থাকেন। বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে কনটেন্ট রাইটারদের নিয়োগ করা হয়। আপনার যদি ইংরেজি ভাষায় ভাল দক্ষতা থাকে তবে কন্টেন রাইটিং এর কাজ করেও আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন ঘরে বসেই। এই কাজে কোন রকম বিনিয়োগ আপনার করতে হবে না। অনলাইনে বিভিন্ন কনটেন্ট রাইটিং এর ওয়েবসাইট পাওয়া যায়। একটু যাচাই করে নিয়ে জেনুইন কিছু ওয়েবসাইটে ঢুকলেই আপনি কন্টেন রাইটিং সহ একাধিক চাকরির অফার পাবেন। দিনের সামান্য কিছু সময় মোবাইল বা কম্পিউটারের টাইপ করে কনটেন্ট লেখার মাধ্যমে আপনি মাসের শেষে অনেক টাকা উপার্জন করতে পারবেন। অনেক সময় অ্যাপগুলি প্রতি কনটেন্ট হিসেবে টাকা প্রদান করে এবং দিনের দিনে টাকা তুলে নেওয়া যায়।

আপনি যদি এই ব্যবসা গুলি করতে আগ্রহী হন, তবে সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করে দিন এই কাজগুলি। আপনি যদি পরিশ্রম করতে পারেন এবং ধৈর্য রাখতে পারেন তবে খুব অল্প সময়ের মধ্যেই আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular