HomeEducation Newsপৃথিবীর সেরা ১০-এ ভারতের পাঁচ পাঁচটি স্কুল! তালিকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান...

পৃথিবীর সেরা ১০-এ ভারতের পাঁচ পাঁচটি স্কুল! তালিকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান জেনে নিন।

আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই ইংল্যান্ডে আয়োজিত হচ্ছে পৃথিবীর সেরা স্কুলের নির্বাচন(Best School in the World)। কোন স্কুলগুলো এই নির্বাচনের তালিকায় তা ইতিমধ্যেই প্রকাশিত। এর মধ্যে থেকে নির্বাচিত হবে সেরা স্কুলের তালিকা। তবে আপনি যদি ভারতীয় নাগরিক (Indian Citizen) হয়ে থাকেন তাহলে আপনার জন্য আছে গর্ব করার মত বিষয়। কী সেই বিষয় জেনে নিন বিস্তারিত।

নির্বাচনের দশটি স্কুলের মধ্যে পাঁচটি স্কুলই আমাদের ভারতের! হ্যাঁ, এত ভালো ভালো স্কুলের মধ্যে জায়গা করে নিয়েছে ভারত; তাও আবার পাঁচ পাঁচটি স্থানে। (5 Schools of India in World’s Top 10)

এই নির্বাচন (Selection) কীভাবে হয়?
Community Collaboration অর্থাৎ পরিবেশগত ক্ষেত্রে উদ্যোগ, উদ্ভাবন শক্তি, প্রতিকূলতা ইত্যাদি কাটিয়ে ওঠা এবং স্বাস্থ্যকর জীবনের মতো পাঁচটি বিভাগে বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়। নির্বাচিত তালিকা থেকে তারপরে নির্বাচন হয় সেরা স্কুলটি। আর এখানেই ভারত গর্ব করার মত বিষয় দেখিয়েছে পাঁচ পাঁচটি আসনে থেকে।

এই প্রতিযোগিতায় থাকা ইংল্যান্ডের এই পুরস্কারের আয়োজকদের মতে, এখানে কারা পড়ান বা পরীক্ষার ফল কেমন হয়; সেসব বিষয় মান্যতা পায়না বরং সব মিলে স্কুলের পরিবেশ (Environment of School) কেমন সেটাই দেখা হয়।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

চলুন এবার দেখে নেওয়া যাক যে সেরা দশের তালিকায় থাকা ভারতের পাঁচটি স্কুল কোনগুলি।

নগর নিগম প্রতিভা বালিকা বিদ্যালয়(Nagar Nigam Prativa Girls School):
প্রথমেই থাকছে দিল্লির দিলশাদ কলোনির এই স্কুলটি। সূত্র অনুযায়ী, রাজধানী দিল্লির এই সরকারি স্কুলটি ‘Community Collaboration’’-এ ক্ষেত্রে দারুণ ভাবে কাজ করেছে।

মুম্বইয়ের ওবেরয় ইন্টারন্যাশনাল স্কুল(Oberoy International School):
একই বিভাগে রয়েছে মুম্বাইয়ের এই স্কুলটি। এটি একটি স্বতন্ত্র আন্তর্জাতিক বিদ্যালয়। এর লক্ষ্যই হলো তার ছাত্রছাত্রী এবং আশেপাশের সম্প্রদায়ের কাছে আশা এবং সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া।

গুজরাতের রিভারসাইড স্কুল(Riverside School):
এরপরেই আছে গুজরাতের এই স্কুলটি। আহমেদাবাদের একটি ইন্টারন্যাশনাল স্কুল এটি। আগেই উদ্ভাবন শক্তির জন্য বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায় স্থান পেয়েছে এটি। শিক্ষার মডেলের জন্য এই স্কুলটি বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। বিশেষ করে প্রশংসিত হয়েছে ‘I Can’ Education Model!

স্নেহালয় ইংলিশ মিডিয়াম স্কুল(Snehalay English Medium School):
মহারাষ্ট্রের আহমেদনগরের একটি দাতব্য বিদ্যালয় এই স্কুল। প্রতিকূলতা অতিক্রম করার জন্য বিশ্বের সেরা স্কুল পুরস্কারের তালিকায় এসেছে এটি। এছাড়াও HIV আক্রান্ত শিশুদের এবং যৌনকর্মীদের পরিবার থেকে আসা শিশুদের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে এই স্কুলের বিশেষ তাৎপর্য রয়েছে বলেই সূত্রের খবর।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

শিন্ডেওয়াড়ি মুম্বই পাবলিক স্কুল(Sindewari Mumbai Public School):
তালিকায় সবথেকে শেষে রয়েছে এই স্কুলটি। এই স্কুল লকডাউনের পরে শিক্ষার্থীদের শরীর এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে কম অনাক্রম্যতা এবং দুর্বল পুষ্টির প্রভাবকে ঠেকানোর এবং কমানোর সবরকম চেষ্টা করেছে। সেই কারণবশতই মুম্বই নগরীর এই স্কুলটি তালিকায় এসেছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular