HomeEducation NewsHS পাশ করে এই ৩টি কোর্স করুন, শিখতে পারলে লাখ লাখ উপার্জন...

HS পাশ করে এই ৩টি কোর্স করুন, শিখতে পারলে লাখ লাখ উপার্জন সম্ভব সহজেই।

উচ্চ মাধ্যমিক(HS) পাশ করে ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হন অনেকে আবার প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে ভোকেশনাল, ITI, মেডিক্যাল ইত্যাদি বিষয়ে পা বাড়ান।

অনেক ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ থাকে না। তাছাড়া তাদের কাঁধে থাকে পরিবারের দায়িত্ব। এজন্য অনেকেই আছেন যারা উচ্চ মাধ্যমিকের পর কোন কাজের মধ্যে ঢুকে পড়েন, যেখান থেকে পরিবার এবং সংসার চালানো সম্ভব হয়। আজকের দিনে চাকরির বাজার খারাপ। আর তাছাড়া কোনো কাজই ছোটো না। সংসারের হাল ধরতে এবং একটি সম্মানের জীবন যাপন করতে যেকোনো কাজই সৎ ভাবে করা যায়।

আজকালের প্রতিবেদনে এমন কয়েকটি কাজের ব্যাপারে বলা হবে যেগুলি উচ্চ মাধ্যমিক পাশের পর আপনারা করতে পারবেন এবং নিজের চেষ্টাতেই প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

১) AC/Refrigerator Repairing:

এখন গরমকাল চলছে। অনেকের বাড়িতেই এয়ারকন্ডিশননার, রেফ্রিজারেটর খারাপ হয় এই সময়। খারাপ হলে নতুন কেনার মত সামর্থ্য সবার থাকে না এইজন্য বেশিরভাগেরই ভরসা থাকে রিপেয়ারিং।

AC/Refrigerator Repairing এর কাজ যদি আপনারা শিখে নিতে পারেন, তাহলে কোনদিন কাজের অভাব হবে না। এলাকায় কোন বাজার বা ভিড় এলাকায় যদি রিপিয়ারিং এর দোকান খুলতে পারেন , তাহলে অনেক গ্রাহকেরাই আপনাদের কাছে আসবেন তাদের ইলেকট্রিক ডিভাইসগুলি রিপেয়ার করতে।

পাশাপাশি আপনারা বিভিন্ন পার্টস বিক্রি করা, পুরনো জিনিস রিপেয়ার করে বিক্রি করা সহ একাধিক উপায়ে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন। সারা বছর জুড়ে কাজের অভাব হবে না আপনাদের।

২) PC/Laptop Repairing:

বর্তমান যুগে পড়াশোনার অনেকটা অংশ যেমন অনলাইন হয়ে গেছে, তেমনি চাকরির ক্ষেত্রেও অনলাইনে কাজ বেড়েছে অনেকটাই। আর অনলাইনে কাজ বলতে প্রথমেই প্রয়োজন হয় একটি কম্পিউটার বা ল্যাপটপের।

ল্যাপটপ বা কম্পিউটারের মতো ইলেকট্রিক ডিভাইসগুলিতে প্রায় মাঝে মাঝেই কোনো না কোনো সমস্যা দেখা যায়। তখন দরকার হয় রিপেয়ারিংয়ের।

কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং যদি আপনারা শিখে রাখতে পারেন, তাহলে প্রায় প্রতিদিনই আপনারা একবার একাধিক গ্রাহক পেয়ে যাবেন। অন্যান্য রিপেয়ারিং শপ এর মতো কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর দোকানটিও আপনাকে এমন কোনো জনবহুল স্থানে বা এমন স্থান খুলতে যেখানে সহজে মানুষের চোখে পড়ে।

রিপেয়ারিং এর পাশাপাশি আপনারা পুরনো ল্যাপটপ বা কম্পিউটার সংগ্রহ করে সেগুলি সারাই করে কিছুটা লাভ রেখে বিক্রি করতে পারবেন। এবং এভাবে বেশ মোটা টাকা উপার্জন করতে পারবেন।

৩) Bridal Makeup Artist:

উচ্চ মাধ্যমিকের পর বসে না থেকে উপার্জন করার অন্যতম একটি রাস্তা হল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। মূলত বিয়ের কনে এবং বিয়ে বাড়ির মেয়েদের সাজানোই হলো এই পেশার মূল কাজ।

ব্রাইডাল মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করার আগে আপনাকে অবশ্যই মেকআপ শিখে নিতে হবে এবং একটি সার্টিফিকেট অর্জন করতে হবে। এরপর এলাকার কোন অনুষ্ঠান বাড়িতে বা কোন বিয়ে বাড়িতে সেখানকার মেয়েদের সাজিয়ে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন।

ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে আপনার লোকসান বলতে কিছুই নেই। বরঞ্চ যত দিন যাবে, আপনার হাতের কাজ যদি ভালো হয়, তাহলে আপনার উপার্জনের পরিমাণও কয়েক গুণ বেড়ে যাবে। পাশাপাশি বিভিন্ন বিউটি প্রোডাক্ট বিক্রি করে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন আপনারা।

ভবিষ্যতে আপনি এলাকার অন্যান্য মেয়েদের মেকআপ কোর্স করিয়েও অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular