HomeNewsসরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ধামাকা, দু'বছরের সবেতন ছুটির সিদ্ধান্ত সরকারের।

সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ধামাকা, দু’বছরের সবেতন ছুটির সিদ্ধান্ত সরকারের।

সম্প্রতিক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের ছুটি সংক্রান্ত নিয়মের সংশোধন করা হয়েছে। সরকারি কর্মীদের ছুটির নিয়মে এসেছে বেশ কয়েকটি বদল। প্রতি সরকারি কর্মচারীদের জন্য ছুটি সংক্রান্ত একটি বড় ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ফলে যোগ্য সরকারি কর্মচারীরা একটানা দু বছরের ছুটি পাবেন, তাও আবার সবেতন।

সরকারি কর্মচারীদের ক্যারিয়ারে দুই সন্তানের দেখাশোনার জন্য সর্বাধিক দুই বছর ছুটি পাবেন। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং এর তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল গত ২৮ জুলাই তারিখে। রাজ্য সরকারের পরামর্শে শিশু সংক্রান্ত ছুটি 1995 Act অনুযায়ী কেন্দ্র সরকার কিছু নিয়ম সংশোধন করেছে।

এবার থেকে কেন্দ্রীয় সরকারের তরফে দুই সন্তানের দেখাশোনা করার জন্য সর্বাধিক দুই বছর অর্থাৎ 730 দিনের ছুটি দেওয়া হবে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের। শিশুর বয়স 18 বছর হওয়ার আগে তাদের লালন পালন, রোগ-ভোগ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে দেখাশোনা করলে তবেই মিলবে ছুটি।

সিঙ্গেল মহিলাদের এক বছরে ছয়বার করে ছুটি মঞ্জুর করা হয়। চাইল্ড কেয়ার লিভার অন্তর্গত সম্পূর্ণ পরিষেবা না দিয়ে ৩৬৫ দিনের সবেতন ছুটি পাবেন। বর্তমানে চাইল্ড কেয়ার লিভের পক্ষ থেকে প্রতি দফায় সর্বনিম্ন ৫ দিন করে ছুটি দেওয়া হয়।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

বলা হয়েছে এই দু বছরের ছুটির প্রথম বছরে কর্মীরা তাদের সম্পূর্ণ বেতন পাবেন। দ্বিতীয় বছরে তারা মোট বেতনের ৮০% বেতন পাবেন।

সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন অনেক সরকারি কর্মচারীরা। শিশু বড় হওয়ার সাথে সাথে তার সাথে সময় কাটানো অত্যন্ত প্রয়োজন। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধির জন্য পরিবারের সাথে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে অনেক শিশুদের বাবা মায়েরা কর্মজগতে কর্মরত থাকায় তারা সময় কাটানোর মত কাছের মানুষ পায় না। ফলে একপ্রকার অন্য মানুষের কাছেই বড় হতে থাকে তারা। এর প্রভাব পড়ে তাদের মনে এবং শিক্ষার উপরে। সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের পাশাপাশি তাদের সন্তানরাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হতে চলেছে বলে ধারণা বিভিন্ন মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular