চলতি বছরের অর্থাৎ ২০২৩ এর ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ National Eligibility cum Entrance Test Undergraduate পরীক্ষার ফলাফল (Result) প্রকাশের আগেই সুখবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও ৫০টি মেডিক্যাল কলেজ (New Medical Colleges) গড়ে তোলার কথা জানিয়েছে।
এই কলেজগুলির অনুমোদন (Permission) ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এর মধ্যে দুটি কলেজ তৈরি হবে পশ্চিমবঙ্গে। এর ফলে ভাবী ডাক্তারদের (Would be Doctor) জন্য তৈরি হলো আরো সুযোগ কারণ MBBS এর আসনসংখ্যা বৃদ্ধি পেলো। জানুন বিস্তারিত এই প্রতিবেদন (Article) মারফত। (2 New Medical Colleges in West Bengal)
রাজ্যের কোথায় কোথায় মেডিক্যাল কলেজদুটি (Medical College) তৈরি হবে?
যে ২টি মেডিক্যাল কলেজ (Medical College) রাজ্যে তৈরি হবে তার মধ্যে একটি হবে নদীয়া জেলার চাকদহে(Chakdaha), J.N. Medical College এবং অন্যটি হলো সল্টলেকের (Saltlake) JISS School of Medical Science and Research Work!
কলেজদুটিতে কতগুলি করে আসন সংখ্যা আছে?
দুটি কলেজের মধ্যে সল্টলেকের কলেজটি সম্পূর্ণ ভাবে বেসরকারি কলেজ(Private College)। দুটি কলেজেই আসন সংখ্যা ১৫০টি করে মোট ৩০০টি আছে।
এখন তাহলে রাজ্যে MBBS এর মোট আসন সংখ্যা বেড়ে কত হলো?
এর ফলে রাজ্যে এমবিবিএস(MBBS)-এর মোট আসন সংখ্যা বেড়ে হল ৫,১২৫টি।
প্রসঙ্গত বলা যায় যে চলতি বছরের অর্থাৎ ২০২৩-২০২৪ এর শিক্ষাবর্ষ (Session) থেকেই কলেজগুলোতে পঠনপাঠন শুরু হতে চলেছে।
সারাদেশে নতুন ৫০টি কলেজ অনুমোদন (Permission) পাওয়ার পরে বর্তমানে মোট মেডিক্যাল কলেজের (Medical College) সংখ্যা ৭০২টি!
সমস্ত নতুন কলেজগুলিতে স্নাতক স্তর (Graduation Level) অর্থাৎ এমবিবিএস-এ যোগ হলে আরও ৮,১৯৫টি আসন বৃদ্ধি পাবে। অর্থাৎ এর ফলে দেশের MBBS-এর মোট আসন বেড়ে হলো ১,০৭,৬৫৮!
পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে?
পশ্চিমবঙ্গ ছাড়া আর যে সমস্ত রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে সেগুলি হলো:
i) তেলঙ্গানা
ii) রাজস্থান
iii) তামিলনাড়ু
iv) ওড়িশা
v) নাগাল্যান্ড
vi) মহারাষ্ট্র
vii) অসম
viii) কর্নাটক
ix) গুজরাত
x) হরিয়ানা
xi) জম্মু এবং কাশ্মীর
xii) উত্তরপ্রদেশ এবং
xiii) মধ্যপ্রদেশ
-Written by Riya Ghosh