HomeBusiness ideasবাঙালিদের জন্য ১৭টি সেরা ব্যবসার আইডিয়া, পরিশ্রম করলে লাভ হবে অনেক টাকা।

বাঙালিদের জন্য ১৭টি সেরা ব্যবসার আইডিয়া, পরিশ্রম করলে লাভ হবে অনেক টাকা।

প্রত্যেকেই চায় তাদের জীবনের স্বনির্ভর হতে এবং পরিবারের অবলম্বন হতে। বহু ছাত্র-ছাত্রীরা কেউ নির্দিষ্ট বয়সের পর চাকরি ক্ষেত্রে প্রবেশ করে, কেউ বা ব্যবসা করে স্বাবলম্বী হন। ব্যবসা করতে গেলে প্রথমদিকে অনেক অনেক টাকা বিনিয়োগ করতে হবে এই ভেবে বহু মানুষ পিছিয়ে আসেন। তবে অল্প মূলধন নিয়েও ব্যবসা শুরু করা যায় এবং ক্রমে ক্রমে সেটি আরো বড় ব্যবসায় পরিণত করা যায়। ব্যবসা করার কথা মাথায় এলে অনেকের মাথাতেই আসেনা যে কি নিয়ে ব্যবসা করা যায়। এছাড়া ব্যবসা সম্পর্কে অনেকের বাহ্যিক জ্ঞান কম থাকে।

আজকে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে ১৭ টি ব্যবসার আইডিয়া করব যেগুলি বাঙালিরা খুব সহজেই করতে পারবেন (Business Idea In Bengali 2023)। এই ব্যবসা গুলিতে পরিশ্রম করতে পারলে প্রচুর টাকা লাভ করতে পারবেন আপনি, এবং বলা বাহুল্য যে , এই ব্যবসাতে কখনো কোনদিন লোক শোনাবে না।

Table of Contents

১. গিফট শপ এর ব্যবসা

(Gift Shop Business)

জন্মদিন হোক বা বিয়ে বাড়ি, অন্নপ্রাশন হোক বা শেষকৃত্যের কাজ প্রতিটি অনুষ্ঠানে গিফট ছাড়া যেতে প্রত্যেকেরই কেমন একটা অসঙ্কোচ বোধ হয়। এজন্য আপনি যদি একটি গিফটের ব্যবসা শুরু করতে পারেন তবে সারা বছর ধরেই খুব ভালো পরিমাণে বিক্রি হবে আপনার পণ্যের। বাজারে বিভিন্ন মানুষের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম গিফট আপনার কাছে রাখতে হবে এছাড়াও বাজারের চাহিদাকে মাথায় রেখে ব্যবসার দিকে এগোতে হবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

২. হোম গার্ডেনিং এর ব্যবসা

(Home Gardening Business)

প্রত্যেকে চান নিজের বাড়িকে সুন্দর ভাবে গুছিয়ে রাখতে। প্রায় প্রত্যেকেই তাদের বাড়ির উঠানে বা ছাদে গাছপালা দিয়ে সাজিয়ে রাখেন। বড় বড় অনুষ্ঠানেও বাইরে থেকে টব সহ গাছ ভাড়া করে সাজানো হয়। হোম গার্ডেনিং এর ব্যবসা করেও প্রচুর টাকা উপার্জন করা যায়। এই ব্যবসার ক্ষেত্রে মূলধন খুব অল্প প্রয়োজন হয়। ধীরে ধীরে যখন আপনার লাভের পরিমাণ বাড়তে থাকবে, তখন আরো বেশি সংখ্যক গাছ আপনার ব্যবসাতে সংযুক্ত করতে পারেন।

৩. মাক্স তৈরীর ব্যবসা

(Musk Making Business)

করোনাভাইরাস এখনো পুরোপুরি চলে যায়নি। এখন অব্দি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা মহলে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ লেখা থাকে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও মাস্ক ছাড়া প্রবেশ অনেক ক্ষেত্রে নিষিদ্ধ থাকে। এছাড়া মানুষ আগের থেকে অনেক সচেতন হওয়ায় মাস্ক প্রায় অনেকেই ব্যবহার করে থাকেন। আপনি যদি মাস্ক তৈরির ব্যবসা শুরু করেন এবং ভালোভাবে আপনার পণ্যের প্রচার করতে পারেন বিভিন্ন লোকাল শপ এর মাধ্যমে, তবে খুব অল্প সময়ের মধ্যেই অনেক টাকা লাভের মুখ দেখবেন আপনি

৪. নুডুলস তৈরির ব্যবসা

(Noodles Making Business)

ছোট থেকে বড়, প্রায় সকলেরই পছন্দের খাবার নুডুলস। শুধুমাত্র একটি মেশিন কিনেই আপনি নুডুলস এর ব্যবসা শুরু করতে পারবেন। ছোট মেশিন গুলি কিনতে আপনার খরচ হতে পারে ৪০ হাজার টাকা এবং বড় মেশিনগুলি কিনতে ১ লক্ষ টাকার মত খরচ হতে পারে। প্রথম দিকে আপনি একটি ছোট মেশিন কিনে ব্যবসাকে বড় করতে পারেন, এবং ব্যবসা বড় হয়ে গেলে বড় মেশিন দিয়ে আরো বেশি মুনাফা অর্জন করতে পারবেন আপনি।

৫. অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ

(Aquarium Business In Bengali)

বর্তমানে অনেকের বাড়িতেই অ্যাকোয়ারিয়াম দেখা যায়। অ্যাকোয়ারিয়াম এর মধ্যে বিভিন্ন রঙিন মাছ, রঙিন পাথর এবং রঙিন গাছপালা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই চান তাদের বাড়িতে অন্তত একটি হলেও অ্যাকোয়ারিয়াম থাকবে।

আপনি যদি বাড়িতে রঙিন মাছগুলি চাষ করতে পারেন তবে এলাকার যাদের কাছে অ্যাকোয়ারিয়াম আছে ,তারা প্রায় সকলেই আপনার থেকে মাছ কিনতে আসবেন। এছাড়া ব্যবসার প্রচার ঘটলে বাইরে থেকে অনেকে আপনার কাছে আসবে মাছ সংগ্রহ করার জন্য।

৬. কাগজের প্লেট ও কাপ তৈরির ব্যবসা

(Plate and cup Making Business)

নিত্য সামগ্রীর মধ্যে অন্যতম হলো প্লেট এবং কাপ। যে কোন অনুষ্ঠান বাড়ি এবং সাংস্কৃতিক উৎসবে খাবার পরিবেশন করতে গেলেই কাগজের থালা, প্লেট এবং গ্লাসের দরকার পড়ে। তাই কাগজের প্লেট ও কাপ তৈরির ব্যবসা শুরু করে আপনি অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা উপার্জন করে ফেলতে পারবেন। কাগজের প্লেট ও কাপ তৈরি করতে গেলে মেশিন দরকার হয়। বিশ্বাসযোগ্য কোন জায়গা থেকে আপনি যদি এই মেশিনগুলি কিনে আনতে পারেন তবে মেশিনই আপনাকে আপনার চাহিদা মত প্রোডাক্ট তৈরি করে দেবে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

৭. বাতাসা তৈরীর ব্যবসা

(Batasa making business)

তাই প্রতিটি পূজাতেই প্রসাদ হিসেবে বাতাসার চাহিদা থাকে। তাই বাতাসা তৈরীর ব্যবসা শুরু করে আপনি সাবলম্বী হতে পারেন। প্রাথমিকভাবে বাতাসা তৈরি করার জন্য কোন রকম মেশিন দরকার পড়ে না। তবে চাহিদা বেশি হলে এবং মূলধন বেশি থাকলে বাতাসা তৈরীর মেশিন কিনতে পাওয়া যায়। এবং সেগুলি খুব অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক বাতাসা তৈরি করতে পারে।

৮. ক্যাটারিং এর ব্যবসা

(Catering Business Idea)

বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন এবং খাবারের ব্যবস্থা করার জন্য বিভিন্ন ক্যাটারিং এর দরকার হয়। ক্যাটারিং এর কাজ শুরু করে ও পরিবারের পাশে দাঁড়াতে পারবেন আপনি। আজকাল বহু মানুষ পার্টটাইম ইনকাম হিসেবে ক্যাটারিং এর কাজকে বেছে নেন।

ক্যাটারিং এর ব্যবসা বলতে বিভিন্ন অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করা এবং তা পরিবেশন করা। যেহেতু আজকাল প্রায়ই প্রত্যেকটি অঞ্চলে অনুষ্ঠান লেগেই থাকে। আপনি যদি ক্যাটারিং এর ব্যবসা শুরু করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

৯. আয়ুর্বেদিক দ্রব্য বিক্রি করার ব্যবসা

(Ayurvedic Product Business)

সারাবছর জুড়ে আয়ুর্বেদের চাহিদা থাকে। আয়ুর্বেদিক ঔষধ এবং পণ্যগুলি খুব অল্প সময়ের মধ্যেই কাজ শুরু করে দেয়। এইজন্য আপনি যদি আয়ুর্বেদিক ওষুধ বা আয়ুর্বেদিক দ্রব্য বিক্রি করতে পারেন তবে অর্থ উপার্জনের জন্য আপনাকে আর ঘুরে থাকাতে হবে না।

১০. ইউটিউব থেকে ইনকাম

(Earning From YouTube)

YouTube video বানিয়েও আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন অনেক ইউটিউবারদের মাসিক ইনকাম কোন বড় সরকারি অফিসারের থেকেও বেশি হয়। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আপনাকে নিত্যনতুন কনটেন্ট পোস্ট করতে হবে তার সাথে আপনার অনেক ফলোয়ার এবং ভিডিওতে ভিউজ থাকতে হবে।

১১. পপকর্ন তৈরীর ব্যবসা

(Popcorn Making Business)

সিনেমা হল বা পার্ক, প্রায় সব জায়গাতেই আমরা পপকর্ন দেখতে পাই। পপকর্ন তৈরির ব্যবসা শুরু করতে গেলে আপনাকে শুধুমাত্র মেশিন খরচাটাই দিতে হবে এছাড়া এই ব্যবসায় আর কোন ইনভেসমেন্ট নেই। পপকর্নের দোকান দিতে চাইলে জনবহুলস্থানে দোকান দিলে প্রচুর টাকা উপার্জন হবে প্রতিদিন। এছাড়া আপনি বাড়িতে খাবারটি বানিয়ে প্যাকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

১২. আইসক্রিম তৈরির ব্যবসা

(Ice cream Making Business)

প্রায় সারা গরমকাল জুড়েই বাজারে আইসক্রিমের চাহিদা থাকে। গরমকাল ছাড়াও বছরের অন্যান্য সময়েও কোন অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে আইসক্রিমের ব্যবস্থা রাখা হয়।

আইসক্রিম তৈরি করতে গেলে মেশিনের দরকার পড়বে। বিভিন্ন রকম ফ্লেভার এর এবং বিভিন্ন রকম স্বাদের আইসক্রিম তৈরি করতে পারলে খুব সহজেই আপনার ব্যবসার পরিচিতি বাড়বে।

১৩. ডিজিটাল স্টোর

(Digital Store business)

এখন প্রায় সমস্ত কাজ অনলাইনেই হয়ে থাকে। বিভিন্ন রকম চাকরির পরীক্ষার ফর্ম ফিলাপ, অনলাইনে টাকা পাঠানো সহ একাধিক কাজ আমরা কোন সাইবার ক্যাফের উপরে নির্ভর করে থাকি। ইন্টারনেট সম্পর্কে দক্ষতা থাকলে এবং উপার্জন করার মানসিকতা থাকলে একটি সাইবার ক্যাফে খুলেও আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন।

১৪. চকোলেট তৈরির ব্যবসা

(Chocolate making Business)

চকলেট তৈরির ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন আপনি। চকলেট তৈরি করে বিভিন্ন নামিদামি কোম্পানি গুলিতে বিক্রি করে উপার্জন করা যায়। এছাড়াও পাইকারি এবং খুচরা হিসেবে বিক্রি করেও উপার্জন করা যায়। এছাড়াও আপনি ঘরে বসে অনলাইন বা অফলাইনের মাধ্যমে চকলেটের ব্যবসা শুরু করতে পারেন।

১৫. রিয়েল এস্টেট বিজনেস

(Real estate Business)

জমি বাড়ি বা প্লট কেনা এবং বিক্রি করার সাথে এই ব্যবসা যুক্ত। এই ব্যবসা করতে গেলে আপনাকে একটি স্টেট এজেন্সি খুলতে হবে এবং এজেন্ট হিসেবে কাজ করতে হবে। এছাড়া বিভিন্ন মালিকদের সাথে এবং বিক্রেতাদের সাথে যোগাযোগ রাখতে হবে যারা সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করে থাকেন নিয়মিত।

১৬. মোমবাতি তৈরির ব্যবসা

(Candle Making Business)

ধর্মীয় প্রতিষ্ঠানে মোমবাতি ব্যবহার করা হয়ে থাকে বহুল পরিমাণে। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে সাজসজ্জার অংশ হিসেবে মোমবাতি ব্যবহার করা হয়। বাড়িতে বসে মাত্র কুড়ি ৩০ হাজার টাকা বিনিয়োগ করেই শুরু করতে পারবেন মোমবাতি তৈরি করার ব্যবসা। মো, সুতো, সুগন্ধি, তেল ইত্যাদি কাঁচামাল দিয়ে এই ব্যবসা শুরু করতে হয়।

১৭. কাগজের ব্যাগ তৈরি

(Bag Making Business)

বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে প্লাস্টিক দ্রব্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পলিথিন, প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই অবস্থায় বিকল্প হিসেবে কাগজের থলি বা কাগজের ব্যাগের কথা প্রথমেই মাথায় আসে।

বিভিন্ন পণ্য সামগ্রী বহন করার জন্য ব্যাগের দরকার হয়। কাগজের তৈরি ব্যাগ যেমন পরিবেশবান্ধব তেমন খুব অল্প দামেই ক্রয় করতে পারেন ক্রেতারা। কাগজের ব্যাগ তৈরির ব্যবসা শুরু করতে পারলে বহু বড় বড় জায়গা থেকে এবং আশেপাশের দোকানগুলি থেকে ব্যাগ কেনার অর্ডার পাবেন আপনি।

এই রইল ১৭ টি ব্যবসার আইডিয়া যেগুলি আপনারা খুব অল্প মূলধন নিয়ে অল্প জায়গাতেই শুরু করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই মার্কেট রিসার্চ খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ মার্কেটে এই জিনিসগুলি কেমন দাম, ক্রেতারা কোন জায়গা থেকে জিনিসগুলি কেনেন ,কাঁচামাল কোথায় পাওয়া যায় এবং কিভাবে আপনার পণ্যের প্রমোশন করতে হবে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।

যে কোন ব্যবসা শুরু করলে ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ। শুরুতেই আপনার হাজার হাজার টাকা লাভ হবে এমন কোন ব্যাপার নেই। তবে দীর্ঘদিন ধরে টিকে থাকলে এবং পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে।

RELATED ARTICLES

Most Popular