মহিলাদের জন্য সেরা ১৬টি ব্যবসার ধারণা
(16 Best Business Ideas For Women)
বর্তমানে মেয়েরা ছেলেদের তুলনায় কোন অংশে পিছিয়ে নেই। পড়াশোনা থেকে শুরু করে চাকরি ক্ষেত্র, কর্মক্ষেত্র সব জায়গায় সমানে সমানে ছেলেদের টক্কর দিয়ে চলছে মেয়েরা। বর্তমানে বহু মহিলারা আছেন যারা বাড়িতে বসে ব্যবসা করতে চান এবং পরিবারের পাশে দাঁড়াতে চান। তবে উপযুক্ত আইডিয়ার অভাবে বা পুঁজির স্বল্পতার কারণে তারা ব্যবসার পথে এগোতে পারেন না।
অনেক মহিলা আছেন যারা বিবাহিত কিংবা অবিবাহিত, এবং শিক্ষিত হওয়া সত্ত্বেও বাড়িতে কোন রকম কাজ ছাড়া বসে আছেন। হাত খরচার জন্য পরিবারের বাকি সদস্যদের উপর নির্ভর করতে হয় তাদেরকে। তবে আপনারা চাইলেই বাড়িতে থেকেই বেশ কিছু ব্যবসা করতে পারেন। আপনি স্বাবলম্বীও হতে পারবেন এবং পরিবারের পাশেও দাঁড়াতে পারবেন।
আজকের এই প্রতিবেদনে মহিলাদের জন্য ১৬ টি বিজনেস আইডিয়া(16 Best Business Ideas For Women) সম্পর্কে জানানো হলো। স্বল্প পুঁজি দিয়েই আপনারা এই ব্যবসা গুলি শুরু করতে পারবেন এবং লক্ষাধিক টাকা উপার্জন করতে পারবেন ব্যবসাগুলির মাধ্যমে।
১. বিউটি পার্লারের ব্যবসা:
বর্তমানে যে কোন অনুষ্ঠানে হোক বা উৎসবে প্রত্যেক মেয়েরাই মেকআপ করতে পছন্দ করেন। আপনারা যদি মেকআপ করিয়ে দেবার জন্য বিউটি পার্লার(Beauty Parlour) খুলতে পারেন,সেখানে আপনি মেয়েদেরকে সাজিয়ে অনেক টাকা উপার্জন করতে পারবেন।
প্রথমে ভালো কোনো মেকআপ আর্টিস্টের(Makeup Artist) কাছ থেকে বিউটি পার্লারের কাজ শিখে আপনি একাই একটি বিউটি পার্লার খুলতে পারবেন। বিউটি প্রোডাক্ট বিক্রি করেও অতিরিক্ত ইনকাম করার সুযোগ রয়েছে। অন্যান্যদের বিউটি পার্লারের কোর্স(Beauty Parlour Course) করিয়েও প্রত্যেক মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনারা।
২. সেলাই করার কাজ:
বাড়ির মহিলাদের জন্য অন্যতম একটি কাজ হল সেলাইয়ের কাজ। এলাকার অনেক মানুষ কলকাতা থেকে মাল, কাপড় ইত্যাদি নিয়ে আসেন এবং এখানে জামা, কাপড়, চুরিদার, নাইটি ইত্যাদি বানিয়ে আবার কলকাতায় পৌঁছে দেন।এইভাবে তারাও উপার্জন করে থাকেন এবং সেলাই করার জন্য ভালো সেলাই জানেন এমন মানুষের খোঁজ করে থাকেন।
আপনারা যদি ভাল সেলাই করতে পারেন তাহলে এদের সাথে যোগাযোগ করে বাড়িতে মাল,কাপড় নিয়ে সেলাই করতে পারেন এবং প্রত্যেক কাজ পিছু অনেক টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে গ্রামের বহু মহিলারা সেলাইয়ের(Tailoring Business) মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।
৩. মেহেন্দি লাগানো:
কোন উৎসব অনুষ্ঠান বা বিবাহে মেয়েরা হাতে মেহেন্দি করে সাজতে পছন্দ করেন। আপনি যদি মেকআপ আর্টিস্ট হিসেবে মেহেন্দি লাগানো শিখতে পারেন তাহলে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মেয়েদের হাতে মেহেন্দি ডিজাইন করে অনেক টাকা উপার্জন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে মেহেন্দির বিভিন্ন ডিজাইন সম্পর্কে শিখতে হবে। চাইলে আপনারা ইউটিউবের(YouTube) সাহায্য নিতে পারেন। এবং অবশ্যই একজন ভালো মেকআপ আর্টিস্টের থেকে শিখে নিতে হবে।
৪. কাস্টমাইজড শাড়ি, বুটিক এর ব্যবসা:
বাড়িতে বসে আপনারা কাস্টমাইজড শাড়ি এবং বুটিকের ব্যবসা করতে পারেন। বর্তমানে বহু মহিলারা বাড়িতে কাস্টমাইজ শাড়ি এবং বহু সাজ সামগ্রীর ব্যবসা করে থাকেন। লোকাল কোন পাইকারি মার্কেট থেকে সস্তায় অনেক সাজের সামগ্রী নিয়ে এসে বাড়িতে সেগুলি সুন্দরভাবে নিজেদের আইডিয়া দিয়ে সাজিয়ে বিক্রি করেন। আপনারা এই ব্যবসার মাধ্যমে প্রত্যেক অর্ডারে ১০০ টাকার বেশি লাভ করতে পারবেন।
৫. খাবার তৈরি করে ডেলিভারি দেবার কাজ:
অনেক চাকুরীজীবী মানুষজন থাকেন, যারা রান্না করার সময় পান না কিন্তু চাকরিক্ষেত্রে যাবার তাড়া থাকে। এছাড়া বহু বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন, যারা ঠিকভাবে রান্না করতে পারেন না বলে তাদেরকে অনলাইনের মাধ্যমে বাইরে থেকে খাবার কিনে খেতে হয়।
আপনি যদি ঘরোয়া রান্না ভাবে ভালো রান্না করতে পারেন, তবে এই ব্যবসার মাধ্যমেও আপনি বাড়ি বসে অনেক টাকা উপার্জন করতে পারবেন। বাড়িতে স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু খাবার তৈরি করে সেই খাবারগুলির হোম ডেলিভারি(Food Home Delivery) দিয়ে অনেক টাকা উপার্জন করার সুযোগ রয়েছে আপনাদের।
৬. কেক এবং বেকারী সামগ্রীর ব্যবসা:
জন্মদিন, অ্যানিভার্সারি, অনুষ্ঠান এবং বিশেষ কোন মুহূর্তের উদযাপনে অন্যতম একটি খাবার হল কেক(Cake Making Business)। আপনারা যদি ভালো কোন জায়গা থেকে কেক তৈরি করা শিখে, কেক তৈরি করতে পারেন তাহলে এমন বহু অনুষ্ঠানে আপনারা কেক সাপ্লাই করতে পারবেন এবং আপনার কেকের কোয়ালিটি ভালো হলে খুব তাড়াতাড়ি আপনার নাম ডাক ছড়িয়ে পড়বে এবং অনেক টাকা উপার্জনের সুযোগ রয়েছে আপনাদের।
৭. ভিডিও ক্রিয়েটরের কাজ:
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপনাদের ভিডিও আপলোড করে উপার্জন(Earning) করার সুযোগ রয়েছে। আপনারা কোন নিউজ, ব্লগ ,টেকনিক্যাল রিলেটেড কোন তথ্য বা যেকোনো কিছু নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে পারেন। সেখানে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা(Subscribers) এবং ভিউজ যদি বেশি হয় তাহলে ইউটিউব থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনারা।
৮. সাইবার ক্যাফ এর কাজ:
মোটামুটি শিক্ষিত হলে আপনারা সাইবার ক্যাফের(Cyber Cafe) কাজ করতে পারেন। বিভিন্ন চাকরির ফর্ম ফিলাপ, বিদ্যুৎ বিল দেওয়া ইত্যাদি কাজের জন্য মানুষ সাইবার ক্যাফের উপর নির্ভর করে থাকেন। আপনারা সাইবার ক্যাফের দোকান খুলতে পারলে প্রত্যেকদিন কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ রয়েছে। আপনার একটি ভালো কম্পিউটার ,প্রিন্টার এবং জেরক্স মেশিন থাকতে হবে।
৯. ফ্রিল্যান্সিং কাজ:
আপনার যদি কোন অতিরিক্ত দক্ষতা থেকে থাকে তাহলে আপনি সেটির উপরে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারেন। অনেকে লেখালেখি করেন, অনেকে ভিডিওগ্রাফি করেন, অনেকে আবার ছবি আঁকতে ভালোবাসেন ।আপনারা এই কাজগুলোর মাধ্যমেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপার্জন করতে পারবেন(Freelancing Business)।
১০. সবজি চাষ:
আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে, বা যদি চাষের জমি থেকে থাকে তাহলে ওই জায়গায় আপনারা বিভিন্ন রকম সবজি চাষ করে, সেটি বাজারে বিক্রি করে উপার্জন করতে পারেন। এছাড়া বর্তমানে চাষের জন্য সরকার থেকে টাকা দেওয়া হয় আপনারা সেই টাকা দিয়েও সবজি চাষের ব্যবসা শুরু করতে পারেন।
১১. ফলের চাষ:
বাড়িতে বসে করার মত আরেকটি ব্যবসার আইডিয়া হল ফলের চাষ। আপনার নার্সারি থেকে ভালো জাতের ফলের গাছ এনে বাড়িতে বসাতে পারেন। এক দুই বছরের মধ্যেই কাজগুলি থেকে নতুন ফল পাবেন। এই ফল গুলি বিক্রি করে অনেক টাকার মুখ দেখতে পারবেন আপনারা।
১২. আর্টিকেল লেখার কাজ:
বাড়িতে বসে অল্প সময়ে লেখালেখি করে অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনারা(Article Writing Jobs)। বিভিন্ন ফ্রিল্যান্সিং writing ওয়েবসাইট আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এখানে আপনারা আপনাদের ইউনিক লেখা জমা দিয়ে টাকা উপার্জন করতে পারেন। এছাড়া আপনার লেখা বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করার মাধ্যমেও উপার্জন করা সম্ভব।
১৩. বেবি সিটার:
বর্তমানে অনেক বাচ্চাদের বাবা মায়েরা দিনের বেলায় ব্যস্ত থাকেন এবং তারা তাদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে বাচ্চাদেরকে একা ছেড়ে যাওয়া বেশ ঝামেলার। এজন্য অনেক অভিভাবক বাচ্চার জন্য বেবি সিটার খোঁজ করে থাকেন। আপনারা যদি বেবি সিটারের কাজ করতে পারেন ,তাহলে মাস গেলে একটি মোটা এমাউন্টের টাকা হাতে পাবেন।
১৪. ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সি:
যারা অনেক দূরে কোথাও ঘুরতে যায়, তাদের গাইড করার মাধ্যমেও আপনারা উপার্জন করতে পারবেন। বিভিন্ন ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সি(Tour And Travel Agency) গুলি ভ্রমণ প্রিয় মানুষদের যাতায়াত, থাকা, খাওয়া ইত্যাদির ব্যবস্থা করে থাকেন।আপনারা এই ব্যবসার সাথে যুক্ত হয়ে মাস গেলে অনেক টাকা উপার্জন করতে পারবেন।
১৫. লন্ড্রির ব্যবসা:
মহিলাদের জন্য আরেকটি ব্যবসার আইডিয়া হলো লন্ড্রির ব্যবসা। আপনারা জামা কাপড় পরিষ্কার করার থেকে শুরু করে সেটি আয়রন করে দেওয়া, ইত্যাদি কাজের মাধ্যমে উপার্জন করতে পারবেন। এই কাজটি আপনারা বাড়িতেও করতে পারেন এবং লোকাল কোন দোকান ভাড়া নিয়ে সেখানেও করতে পারেন।
১৬. চায়ের দোকান:
বর্তমানে অন্যতম একটি লাভজনক ব্যবসা হল চায়ের দোকান। এলাকার যেখানে মোটামুটি ভিড় হয়, আপনারা সেখানে একটি চায়ের দোকান খুলতে পারেন। চা এবং কফি খান না এমন মানুষের সংখ্যা বর্তমানে প্রায় নেই বললেই চলে। সুতরাং আপনার কাস্টমারের অভাব হবে না। প্রত্যেক মাসে আপনারা একজন সরকারি কর্মচারীর থেকেও বেশি টাকা উপার্জন করতে পারবেন চায়ের দোকানের মাধ্যমে।