HomeNews‘সরকারি কর্মীদের ১১৫% DA কম দেওয়া হচ্ছে'- স্বীকার করে নিল রাজ্য সরকার।

‘সরকারি কর্মীদের ১১৫% DA কম দেওয়া হচ্ছে’- স্বীকার করে নিল রাজ্য সরকার।

মহার্ঘ ভাতা(DA) নিয়ে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা। ক্রমশ আন্দোলনের মাত্রা তীব্রতর হচ্ছে। তারই মধ্যে মহার্ঘ ভাতা সংক্রান্ত অন্যতম একটি দাবি করা হলো নবান্নর তরফ থেকে। এমনটাই দাবি করা হচ্ছে রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের তরফ থেকে।

রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের দাবি যে, রাজ্য সরকার ১১৫ শতাংশ কম DA দিচ্ছে, তা স্বীকার করে নিয়েছে নবান্ন(Nabanna)।

রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়ীজের (Confideration Of State Government Employees West Bengal) সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই দিন জানান যে, রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিল যেখানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে সর্বভারতীয় মূল্য সূচকের নিরিখে এখনো পর্যন্ত পঞ্চম বেতন কমিশন(5th Pay Commission) এবং ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission)এর আওতায় রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ২২১ শতাংশ হওয়া উচিত।

তিনি আরো বলেন যে রাজ্য সরকারের কর্মচারীদের ১১৫ শতাংশ মহার্ঘ ভাতা কম দেওয়া হচ্ছে। (২২১ শতাংশ – ১০৬ শতাংশ = ১১৫ শতাংশ) পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনার আওতায় এই ১১৫ শতাংশ মহার্ঘ ভাতা কম দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

বর্তমানে রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন এর আওতায় 6 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। গত মার্চ মাস থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছে।

বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে চলেছেন। প্রায় তিন মাস ধরে শহীদ মিনারে তারা ধরনা দিয়ে চলেছেন। দিল্লিতে গিয়েও ধর্ণা কর্মসূচি পালন করেছেন তারা।

কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের একটি বৈঠক করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৭ই এপ্রিল ডিএ আন্দোলনকারীদের সাথে রাজ্য সরকারের বৈঠক হবে। রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের সংগঠনের দাবি যে, যারা তারা সরকারের সাথে এই বৈঠকের জন্য অনেক দিন ধরেই রাজি আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular