HomeBusiness ideasমেয়েদের জন্য ১১টি পেশা যেগুলি শেখা যায় কম সময়ে, ইনকাম লাখ টাকাও...

মেয়েদের জন্য ১১টি পেশা যেগুলি শেখা যায় কম সময়ে, ইনকাম লাখ টাকাও সম্ভব

বর্তমান যুগে মেয়েরাও চায় নিজেদের পায়ে দাঁড়াতে আর সেই কারণে অল্প বয়স থেকেই সকলেই রোজগারের (Income) পথ খোঁজে। তবে অনেক কাজ চাইলেও করতে পারেন না কারণ বিনিয়োগ (Invest) করতে হয় বা সময় দিতে হয় প্রচুর। তাই আজ এই প্রতিবেদন মারফত এমন কিছু রোজগারের পথের (Path of Income) কথা বলতে এসেছি যা কম সময়ের মধ্যেই এনে দিতে পারে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ। ধৈর্য্য (Patience) নিয়ে করলে হতে পারে লাখ টাকার মতো আয়। (11 Jobs for Women that can be learned in less time)

উপার্জনের ঠিক কোন পথগুলির কথা বলছি ভাবছেন তো? আসুন দেখা যাক তাহলে:
১) গ্রাফিক ডিজাইন(Graphic Design)
২) ব্রাইডাল আর্টিস্ট(Bridal Artist)
৩) ইংরেজি কনটেন্ট রাইটিং(English Content Writing)
৪) অনলাইন টিউটর(Online Tutor)
৫) নেইল এক্সটেনশন আর্টিস্ট(Nail Extension Artist)
৬) মেহেন্দি আর্টিস্ট(Mehendi Artist)
৭) বিউটিশিয়ান(Beautician)
৮) ড্রয়িং স্কুল(Drawing School)
৯) Zumba Dance Teacher
১০) Yoga Teacher
১১) Baking Classes

নিচে সমস্ত বিষয়গুলি নিয়ে সবিস্তারে আলোচনা করা হলো:

১) গ্রাফিক ডিজাইন(Graphic Design):
বর্তমানে এই কাজটির কথা একেবারেই জানেনা এমন মানুষ দেখা যাবে না। সকলেই কমবেশি এই কাজটির ব্যাপারে জানেন। বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনারদের (Graphic Designer) চাহিদাও প্রচুর।

বিশেষত যাঁরা নিজেদের ব্যবসা বা কোনো পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য এমন কিছু বিজ্ঞাপন চান যা সাধারণ মানুষকে আকৃষ্ট (Attract) করে, তাঁদের কাছে এই গ্রাফিক ডিজাইনারদের (Graphic Designer) চাহিদা খুব বেশি।

এর সবথেকে সুবিধা হলো যে আপনি সারাদিনের কাজের ফাঁকেই এই কাজটি করতে পারবেন নিজের সুবিধা মতন। অনলাইনে এরকম বহু ওয়েবসাইটে (Many Website) এমন বহু বিজ্ঞাপন (Advertisement) বা বিজ্ঞপ্তি (Notification)/দেখা যায় যেখানে কোনো সংস্থার হয়ে কেউ গ্রাফিক ডিজাইনারের (Graphic Designer) খোঁজ করেন। আপনি এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনার কাজ তাদের পছন্দমত হলে প্রচুর আয় (Income) করা সম্ভব হবে।

২) ব্রাইডাল আর্টিস্ট(Bridal Artist):
বর্তমান সময়ে এই পেশার সঙ্গে যুক্ত মানুষের ভীষণ চাহিদা। মানুষ জীবনে বিয়ে একবারই করে তাই সেদিন ইচ্ছেমত সুন্দর করে সাজতে ইচ্ছে সবার হয়। আর এসবের জন্যই মুস্কিল আসান হলো ব্রাইডাল আর্টিস্ট(Bridal Artist)।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

কিছু টাকার বিনিময়ে আপনি বিয়ের কনে থেকে শুরু করে আরো অন্যান্য সদস্যদের সাজাতে পারেন তাদের ইচ্ছেমতো। যত সুন্দর আপনি সাজাবেন ততই আপনার সুনাম হবে এবং প্রচারও(Publicity)!

তবে হ্যাঁ, ব্রাইডাল আর্টিস্ট (Bridal Artist) হবার জন্য নির্দিষ্ট কোর্স করতে হয় প্রথমে। তবেই আপনি সাজানোর উপযুক্ত হবেন অর্থাৎ ঠিক করে সাজাতে পারবেন। ব্রাশের ব্যবহার থেকে শুরু করে ব্লেন্ড (Using of Brush and Blending) করা অবধি, সবকিছুই আপনাকে দক্ষতার সাথে শিখতে হবে। ঠিকভাবে করলে ভালো উপার্জনের পথ এটি।

৩) ইংরেজি কনটেন্ট রাইটিং(English Content Writing):
কন্টেন্ট রাইটিং (Content Writing) এর যে অনেক সুযোগ তা আপনি নিশ্চয় এতদিনে জানেন কিন্তু যেটা জানেন না সেটা হলো ভাষা। বাংলা ছাড়া আপনি যদি অন্য বিদেশি ভাষা যেমন ইংরেজি ভাষাতে কন্টেন্ট রাইটিং (Content Writing in English Language) করেন তাহলে প্রচুর আয় করতে পারবেন।

তবে ইংরেজি ভাষাতে কন্টেন্ট রাইটিং (Content Writing in English Language) এর ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলি হলো:

i) ভাষাগত জ্ঞান এবং দক্ষতা
ii) ব্যাকরণ ঠিক রাখা
iii) বানান ভুল না করা

এই তিনটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি ইংরেজি ভাষা সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা কম থাকে তাহলে এই কাজ আপনার জন্য না। তবে হ্যাঁ, ইংরেজি ভাষা শেখা কঠিন না। আপনি তাই আগে ঠিকমত জ্ঞানলাভ (Gain Knowledge) করে তারপর শুরু করতে পারেন এই কাজ।

ইংরেজিতে ব্যাকরণ (Grammar) ভুল করা চলবে না। সবসময় নির্ভুল বানান ও নির্ভুল ব্যাকরণ প্রয়োগ করবেন। এগুলির জন্য আগে ঠিকমত ইংরেজি ভাষা (English Language) সম্পর্কে জ্ঞানলাভ করা ভীষণ জরুরী।

৪) অনলাইন টিউটর(Online Tutor):
শিক্ষকতার (Teaching) প্রয়োজন সকলের। একটি শিশুর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দরকার শিক্ষার এবং সঠিক শিক্ষা মা বাবার পরে একজন শিক্ষকই দিয়ে থাকেন। অত্যন্ত সম্মানের (Honourable) এই কাজটিকে আপনি বেছে নিতে পারেন পেশা হিসেবে। নিজের বাড়িতে বা ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে পড়ানো তো আছেই কিন্তু বর্তমানে এমন অনেক বাচ্চা থাকে যারা পড়তে চাইলেও উপযুক্ত শিক্ষক বাড়ির কাছে পায়না তাই পিছিয়ে পরতে হয় তাদের।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

এর সমাধান হলো অনলাইনে টিউটরিং (Tutoring in Online) করা অর্থাৎ অনলাইন মারফত পড়ানো। দেশ বিদেশের বিভিন্ন বাচ্চাকে এমনকি বড়দেরকেও আপনি পড়াতে পারেন এইভাবে। শিক্ষাদান করে আপনার ইচ্ছে পূরণ ও রোজগার -দুইই হবে।

৫) নেইল এক্সটেনশন আর্টিস্ট(Nail Extension Artist):
বর্তমানে হুহু করে বাড়ছে এই পেশা। নিজের নখকে সুন্দর করে তোলাই প্রধানত এই পেশাতে হয়ে থাকে। বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই পেশা। প্রচুর আয় (Huge Income) করা সম্ভব এর মাধ্যমে।

তবে এই পেশার জন্যও কিন্তু আপনাকে কোর্স করতে হবে। সঠিকভাবে দক্ষতা অর্জন করে তবেই এই কাজ করা সম্ভব। ভালো কাজ না হলে কিন্তু মানুষজন আপনার কাছে যাবে না।

নেইল পলিশ, নেইল কাটার, নকল নখ (Nail Polish, Nail Cutter, Fake Nail) ছাড়াও এতে প্রয়োজন হবে একটি মেশিনের যার মাধ্যমে আর্টটিকে সুন্দর ভাবে গেঁথে দেওয়া হবে নখের সাথে আবার পরবর্তীতে কিছু প্রোডাক্টের মাধ্যমে এটি তুলে ফেলাও সম্ভব হবে। সবকিছুই কিন্তু আপনাকে ভালো ভাবে শিখতে হবে এবং তবেই আপনি হবেন দক্ষ নেইল এক্সটেনশন আর্টিস্ট(Nail Extension Artist)।

৬) মেহেন্দি আর্টিস্ট(Mehendi Artist):
বিয়েবাড়ি হোক কি পুজো, মেহেন্দির জয়জয়কার সর্বত্র! বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মহিলা, সকলেই মেহেন্দি (Mehendi) পড়তে ভালোবাসেন। হাতের তালুতে সুন্দর সুন্দর নকশা আঁকা দেখতে কার না পছন্দ হবে বলুন?

তবে এর জন্যও আপনাকে আগে কিভাবে সূক্ষ্ম এবং সুন্দরভাবে পড়ানো যায় মেহেন্দি তা শিখতে হবে। কোর্স করতে পারেন বা নিজে ইউটিউব (Youtube) দেখেও চেষ্টা করে শিখতে পারেন। খুব বেশি কষ্টের না আর খুব সহজে শেখা যায়।

একবার শিখে গেলে আর আপনার কাজ প্রচার হলে আপনাকে আর পায় কে!

৭) বিউটিশিয়ান(Beautician):
অবশ্যই এটি করতেও কোর্স করতে হয়। ভ্রু প্লাক থেকে শুরু করে পেডিকিউর বা ম্যানিকিউর(Eyebrow Pluck to Pedicure or Manicure), সবকিছুই শিখতে হয়। শিখতে হয় মেকআপ এবং হেয়ারস্টাইলও(Makeup and Hair Style)!

ভালো করে না শিখে করতে যাবেন না। আপনার ক্রেতার অপছন্দের কাজ করলে বা চুল বা সাজসজ্জা নষ্ট করলে কিন্তু প্রচন্ড ক্ষতি আপনার তাই সব কাজ ভালোভাবে শিখে তারপর এই পেশাকে বেছে নিন।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

ভবিষ্যতে ভালো কাজ করে নিজের পার্লারও (Parlour) খুলে ফেলতে পারেন ও অর্থ উপার্জন (Money Earning) করতে পারবেন।

৮) ড্রয়িং স্কুল(Drawing School):
আপনি কি ভালো আঁকতে পারেন এবং বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন? তাহলে আর দেরি কিসের! বাড়িতেই কয়েকটি বাচ্চাকে নিয়ে খুলে ফেলুন ড্রয়িং স্কুল(Drawing School)। বাচ্চারা মজার সাথে আঁকা শিখবে আর আপনিও শিখিয়ে আনন্দের সঙ্গে পাবেন উপার্জনও(Earning)।

আর একবার আপনার সুনাম হয়ে গেলে তো কথাই নেই! দিনদিন আয় বৃদ্ধি পাবেই।

৯) Zumba Dance Teacher:
বর্তমানে এই জুম্বা (Zumba) ভীষণ জনপ্রিয় একটি ডান্স ফর্ম যার মাধ্যমে আনন্দ সহকারে নাচ এবং ব্যায়াম, দুইই হয়ে থাকে। শরীর ফিট (Body Fit) রাখার জন্য বর্তমানে ভীষণ জনপ্রিয় (Famous) এই পেশা।

ইউটিউব (Youtube) দেখে বা কোনো Zumba Dance Class এ ভর্তি হয়ে এই বিশেষ নাচের ফর্মটি শিখে নিয়ে বাড়িতেই খুলে ফেলতে পারেন আপনার নিজের Zumba Dance Class আর হয়ে যেতে পারেন Zumba Dance Teacher!

১০) Yoga Teacher:
শরীরচর্চার প্রয়োজনীয়তা যুগ যুগ ধরে চলে আসছে আর যোগব্যায়াম হলো সবথকে পুরোনো শরীরচর্চা(Exercise)। হালকা কিছু ব্যায়াম থেকে শুরু করে ভারী ব্যায়াম, সবকিছুই শেখানো হয় তবে সবটাই ফ্রি হ্যান্ড (Free Hand) অর্থাৎ খালি হাতে।

সূর্যপ্রণাম (Surya Namaskar) থেকে শুরু করে চক্রাসন(Chakrasana), সবটাই যোগ ব্যায়ামের অংশ। শরীর ও মন দুটির স্বাস্থ্যই ভালো থাকবে। অনেক ছাত্রছাত্রী পেয়ে যাবেন ঠিকভাবে শেখালে। যত বেশি ছাত্রছাত্রী তত বেশি আয়(Earning)।

১১) Baking Classes:
বর্তমানে জনপ্রিয় ব্যবসাগুলির মধ্যে এটিও একটি। বাজার চলতি কম দামী কিন্তু বাসি এবং শক্ত কেক খেতে এখন অনেকেই চান না। তার পরিবর্তে বাড়িতে তৈরি ফ্রেশ কেক, বিস্কুট, পিৎজা (Fresh Cake, Biscuit, Pizza) খেতে চান সকলেই।

অনায়াসেই শুরু করতে পারেন এই ব্যবসা ভালো করে শিখে। শুধু দরকার কিছু সামগ্রী আর মাইক্রোওয়েভ মেশিন(Microwave)। প্রচুর পরিমাণে বিক্রি হবে আপনার জিনিস যদি ক্রেতার পছন্দের হয়।

তাহলে আর দেরি কিসের? আজকেই শিখে নিয়ে শুরু করুন এই ব্যবসা।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular