রাজ্য সরকারের (West Bengal Govt) তৈরি কৃষকবন্ধু প্রকল্পে (Krishak Bandhu Prakalpa) বাংলার নতুন সুবিধা নিয়ে এসেছে রাজ্য সরকার। কৃষকদের সুবিধার্থে করা এই কৃষকবন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে কয়েকটি সহজ পদক্ষেপ আছে। সেগুলি কী কী তা জেনে নেওয়া যাক:
- ১) কৃষক যে জমিতে চাষ করেন সেই জমির পরচা বা বর্গা(Parcha or barga of land)। উপলব্ধ না থাকলে নিবন্ধীকরণের নথি বা পাট্টা বা বনবিভাগের পাট্টা (Registration Document or Patta or Forest Department Patta) থাকলেও চলবে।
- ২) পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড ও আধার কার্ড (Voter Card and Aadhaar Card) জমা দেওয়া আবশ্যিক।
- ৩) যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) এর সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক (Linked Number) করানো আধার যুক্ত রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার পাশবুকের প্রথম পাতার কপি বা বাতিল চেক (Copy of First Page of Passbook or Cancelled Cheque) লাগবে।
- ৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি (Linked Mobile Number with Bank Account and Aadhaar Card) দিতে হবে।
- ৫) চাষীর পাসপোর্ট সাইজের ছবি(Passport Size Photo)।
- ৬) যদি কোনও চাষীর যদি নিজের নামে তাহলে তার সাথে থাকা থাকলে দলিল বা দানপত্র (Deed) বা অন্যান্য নথি দিতে হবে। এরই সঙ্গে লাগবে স্বঘোষণাপত্র ও পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট(Wariation Certificate)।
- ৭) চাষীর মৃত্যুর পর এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেতে তাঁর পরিচয়পত্র ও মৃত্যুর শংসাপত্র (Death Certificate) দিতে হবে।
কোথায় গিয়ে করতে হবে এই কৃষকবন্ধু প্রকল্পের জন্য নাম নথিভুক্তকরণ?
কৃষকবন্ধু প্রকল্পের খোঁজ মিলবে দুয়ারে সরকার শিবিরে। এছাড়াও www.matirkatha.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে কৃষকবন্ধু নিয়ে বিডিও অফিস বা মহকুমা অফিস থেকে খোঁজ।
কিরকম অর্থ সাহায্য পাবেন চাষিরা?
- ১) খরিফ ও রবি মরশুমে এক একর বা তাঁর বেশি জমিতে উৎপন্ন ফসলের ভিত্তিতে বার্ষিক সর্বাধিক ১০ হাজার টাকা দুই কিস্তিতে দেওয়া হবে চাষীদের।
- ২) জমি এক একরের কম হলে আনুপাতিক হারে দুই কিস্তিতে সর্বাধিক ৪ হাজার টাকা দেওয়া হবে চাষীদের। মৃত্যু হলে পরিবারের লোককে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য।
আরো বিস্তারিত জানতে হলে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
Official Website: Click Here
-Written by Riya Ghosh