HomeEducation Newsউচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

উচ্চমাধ্যমিক পাশ করার পরে থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা ছাত্রছাত্রীর মাথায় ভর করে। অনেক শিক্ষার্থী আরো উচ্চস্তরে পড়াশোনার জন্য স্নাতক ডিগ্রি অর্জন করতে ভর্তি হন কলেজে কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে সেই সুযোগ বা আর্থিক অবস্থা থাকেনা। তাই তাঁরা চান উচ্চমাধ্যমিক পাশ করার পরেই নিজের পরিবারের পাশে দাঁড়াতে।

তবে এই ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়েন কলা বিভাগ অর্থাৎ উচ্চমাধ্যমিকে Arts বিভাগে পড়া শিক্ষার্থীরা। তাই আজ এই প্রতিবেদনটি রইলো বিশেষ করে কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য যেখানে বলা হবে কোন কোন পেশার দিকে তারা নিযুক্ত হতে পারে। প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এই প্রতিবেদনে আমরা মূলত ৮টি পেশা বা পথের দিশা দেখাতে চলেছি। সেগুলি হলো:

i) শিক্ষকতা (Teaching)
ii) সাংবাদিকতা (Reporter)
iii) পুলিশের চাকরি (Police Service)
iv) আইনজীবী (Lawyer)
v) রেলের চাকরি (Railway Service)
vi) পোস্ট অফিসের চাকরি (Post Officer)
vii) SSC
viii) বনরক্ষী (Forest Guard)

এই সকল বিষয়ে নিচে বিস্তারিত জানানো হলো:

i) শিক্ষকতা (Teaching):
যেসব শিক্ষার্থী চায় নিজের পাশাপাশি বাকিদের মধ্যেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং ভালবাসে ব্চ্চাদের পড়াতে তাহলে অবশ্যই শিক্ষকতার দিকে আসতে পারে। উচ্চমাধ্যমিক পাশের পরে অবশ্যই করুন টিচিং ট্রেনিং কারণ যেকোনো স্কুলে এখন পড়াতে গেলে এই ট্রেনিং আবশ্যিক। ভালো করে পড়ালে সব ছাত্রছাত্রীর ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের সাথেই পাবেন ভালো টাকা বেতনও।

ii) সাংবাদিকতা (Reporter):
উচ্চমাধ্যমিক পাশের পরে অনেক সাহসী পড়ুয়াই সাংবাদিকতার পথে এগোন। এই পথে অগ্রসর হতে গেলে কিন্তু পরিশ্রম ও সাহস, দুটোই একসাথে দরকার। প্রচুর অধ্যবসায়ও প্রয়োজন। কিন্তু এই সব বিষয় পেরিয়ে গেলেই হবে আপনার লক্ষ্য পূরণ ও পাবেন ভালো টাকা মাইনে।

iii) পুলিশের চাকরি (Police Service):
সাংবাদিকতার মতোই এটিও যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ। পরিশ্রম করার ক্ষমতা যেমন থাকতে হবে তেমনি দরকার উচ্চতা এবং শারীরিক ভাবে সক্ষমতা। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে করা হয় নিয়োগ। আপনার মধ্যে সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা থাকলে অবশ্যই করতে পারেন এই চাকরি।

iv) আইনজীবী (Lawyer):
উচ্চমাধ্যমিক পাশের পরে ভর্তি হতে পারেন ল বিভাগে। আইন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করার পর হয়ে উঠুন ভালো আইনজীবী। লড়ুন সত্যের পক্ষে ও জয়লাভ করুন। সাথে হোক লক্ষীলাভ।

v) রেলের চাকরি (Railway Service):
উচ্চমাধ্যমিক নয়, মাধ্যমিক পাশের পরেই নিতে পারেন রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি। প্রশ্ন হয় মাধ্যমিক স্তরের ওপরেই। প্রচুর পরিমাণে কম্পিটিশন থাকলেও ভালো করে প্রস্তুতি নিলে চাকরি অবশ্যই পাবেন। স্থায়ী পদের এই চাকরিগুলি কেন্দ্রীয় সরকারের। ভালো বেতনের সাথে পাবেন অনেক সুযোগ সুবিধাও।

vi) পোস্ট অফিসের চাকরি (Post Officer):
কেন্দ্রীয় সরকারি আরেকটি চাকরি হলো পোস্ট অফিসের চাকরি। এটিও মাধ্যমিক স্তরের প্রশ্নাবলী থাকবে এবং নিতে পারেন মাধ্যমিক পাশের পরেই প্রস্তুতি। ডাকবাহক থেকে শুরু করে পোস্ট অফিসের অন্যান্য নানা বিভাগে যোগ দিয়ে পান ভালো টাকা মাইনে এবং অনেক সুযোগ সুবিধাও।

vii) SSC:
কেন্দ্রীয় সরকারি সমস্ত চাকরির মধ্যে সবথেকে বেশি প্রতিযোগিতা হয় এই পরীক্ষাগুলিতেই। বিভিন্ন বিভাগের অনুষ্ঠিত এই পরীক্ষা মাধ্যমিক পাশের পর থেকেই দিতে পারেন। কম্পিউটার ভিত্তিক সহ আরো অনেক উপায়েই হয় পরীক্ষা। চাকরী একবার পেয়ে গেলেই কেল্লাফতে!

viii) বনরক্ষী (Forest Guard):
নাম দেখেই বুঝে গেলেন নিশ্চয় যে ঠিক কি করতে হবে এই চাকরিতে। জ্ঞান বুদ্ধির সঙ্গে সাহসিকতারও প্রয়োজন এই চাকরিতে। তবে অবশ্যই অনেক বিভাগে চাকরি করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। মাস গেলে পাবেন ভালো টাকা মাইনে।

উপরোক্ত উপায়গুলি ছাড়াও কলা বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পরে অনেক সুযোগ আছে উপার্জনের। সেগুলি নিয়ে পরে কখনো আলোচনা করা হবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular