HomeDAরাজ্য সরকারি কর্মচারীরা কবে পাবেন মহার্ঘ ভাতা? সামনে আসতে পারে বড় সম্ভাবনা।

রাজ্য সরকারি কর্মচারীরা কবে পাবেন মহার্ঘ ভাতা? সামনে আসতে পারে বড় সম্ভাবনা।

বকেয়া মহার্ঘ ভাতার(Dearness Allowance) দাবিতে এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই আন্দোলন করে চলেছেন। বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার বিষয়টি হাইকোর্ট(Kolkata High Court) থেকে শুরু করে সুপ্রিম কোর্ট(Supreme Court) পর্যন্ত গিয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে একাধিকবার মিছিল এবং কর্মবিরতি করা হয়েছে। তারপরেও রাজ্যের(West Bengal Government) তরফ থেকে কোন সদুত্তর মেলেনি। এরই মধ্যে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহকারী কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের এই আন্দোলনটি চলতে থাকবে। তবে এরই মধ্যে রয়েছে একটি আশার আলো।

চলতি মাস অর্থাৎ জুলাই মাসেই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি বিবেচনা করা হতে পারে। আশা করা যাচ্ছে যে শীর্ষ আদালতের রায় হতে পারে সরকারি কর্মচারীদের দিকেই। গত বছর মে মাসের বকেয়া মহার্ঘ ভাতা মামলায় হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আগামী তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। তবে রাজ্যের তরফ থেকে এই নির্দেশ পুনঃবিবেচনার জন্য আর্জি জানানো হয়। তবে আর্জি খারিজ হয়ে যায়। তারপর মামলাটি গড়ায় সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলাটির সম্পূর্ণ নিষ্পত্তি করা হয়নি। এই পরিস্থিতিতে চলতি মাসেই সংশ্লিষ্ট মামলাটি নিয়ে শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।

সরকারি কর্মচারীরা আশা করছেন যে, শীর্ষ আদালত DA(Dearness Allowance) প্রসঙ্গে যেকোন সিদ্ধান্ত নিতে পারে, তবে তাদের দিকেই আদালত রায় দিতে পারে। সম্প্রতি শেষ হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট(Panchayet Election 2023), সামনেই রয়েছে পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশ। এমন অবস্থায় মহার্ঘ ভাতা সংক্রান্ত সমস্যার কবে সমাধান হবে, তাই নিয়ে অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular