HomeDAকবে থেকে বর্ধিত DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা? পাওয়া গেল বিশেষ ইঙ্গিত।

কবে থেকে বর্ধিত DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা? পাওয়া গেল বিশেষ ইঙ্গিত।

দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এবং সরকারি কর্মচারীদের সংগঠনগুলি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বকেয়া মহার্ঘভাতার দাবিতে সরব হয়েছেন। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি রাজ্য সরকার বরাবর কর্মচারীদের সাথে বঞ্চনা করে এসেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা(Dearness Allowance) পান। খুব শীঘ্রই এই মহার্ঘভাতার পরিমাণ পৌঁছাবে ৪৫% এ। সেই তুলনায় রাজ্য সরকারের কর্মচারীরা(West Bengal State Government Employees) অত্যন্ত কম হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। বেশ কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গে এমন কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা(West Bengal DA) কবে বাড়ানো হবে, তাই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি সুপ্রিমকোর্টের বিচারাধীন। জুলাই মাসে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশের রায় দেয় এই মামলাতে। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। আগামী নভেম্বর মাসে এই মামলার শুনানি রয়েছে। তারই অপেক্ষার প্রহর গুণছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

কিছুদিন আগে ঝাড়গ্রাম এর একটি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মহার্ঘ ভাতার পলিসি আলাদা। কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ভোটের আগে মহার্ঘ ভাতা পেয়ে যান। এটা কেন্দ্র সরকারের এক প্রকার আইওয়াশ। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাংক(Reserve Bank) থাকা সত্ত্বেও রাজ্যের বকেয়া টাকা মেটাচ্ছে না কেন্দ্র(Central Government)। মুখ্যমন্ত্রী দাবি করেন কেন্দ্রের বঞ্চনার কারণেই এই রাজ্য সরকারি কর্মচারীর DA পাচ্ছেন না। এমন অবস্থায় আন্দোলন চললেও সুপ্রিম কোর্টের নির্দেশের জন্যই অপেক্ষা করে আসছেন সরকারী কর্মচারীরা। শীর্ষ আদালতের রায় যদি সরকারি কর্মচারীদের দিকে আসে, তাহলেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। পাশাপাশি তাদের বকেয়া মহার্ঘভাতাও মিটিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি কবে হবে, তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি সুপ্রিমকোর্টের(Supreme Court) পক্ষ থেকে। তবে আশা করা যাচ্ছে যে নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির(WB DA Case) শুনানি হবে। মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষে হলে তাদের জয় হবে। তখন সরকারি কর্মচারীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা পাবার পাশাপাশি বর্ধিত হারেও মহার্ঘ ভাতা পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular