জাতীয় শিক্ষা নীতি (NEP 2020)-মেনে রাজ্যে চালু হয়েছে ‘চার বছরের স্নাতক কোর্স(4 Years Graduation Course) প্রোগ্রাম। এবার থেকে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করতে গেলে তিন বছরের পরিবর্তে চার বছর পড়তে হবে শিক্ষার্থীদের। অনেক ছাত্র-ছাত্রীদের মধ্যেই প্রশ্ন রয়েছে যে, তিন বছরের তুলনায় চার বছরের স্নাতক কোর্সে কি কি সুবিধা পাবেন শিক্ষার্থীরা, সেই নিয়েই আজকের এই প্রতিবেদন।
জেনে নেওয়া যাক ৪ বছরের স্নাতক কোর্স এর সুবিধাগুলি!
১. মাল্টিপল এন্ট্রি ও এক্সিট অপশন:
মাল্টিপল এন্ট্রি ও এক্সিট অপশন (Multiple Entry and Exit System) সিস্টেম অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর শেষ হবার পর শিক্ষার্থীরা তাদের কোর্স ছাড়তে পারবেন। তবে কোর্স ছাড়ার পর তাদেরকে অন্য কোন কোর্সে ভর্তি হতে হবে।
২. যোগ্যতা অনুযায়ী তারা সার্টিফিকেট:
কোর্স এক্সিট করার পর শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট (College Certificate) পাবেন। আবার গ্র্যাজুয়েশন চার বছর কমপ্লিট করলে তারা অনার্স সার্টিফিকেট পাবেন।
৩. অন্য কোর্স এর সুবিধা:
চার বছরের স্নাতক কোর্স(4 Years Graduation Course) প্রোগ্রামে থাকছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স’ ও ‘সামার ইন্টার্নশিপের’ সুবিধা।
৪. PG কোর্স এর সময় হ্রাস:
আগে পোস্ট গ্রাজুয়েশন(Post Graduation Course) করার জন্য শিক্ষার্থীদের দু’বছর পড়াশোনা করতে হতো। তবে বর্তমান শিক্ষানীতি অনুযায়ী তাদের মাত্র এক বছর পড়লেই হবে।
৫. উপস্থিতিভিত্তিক নম্বর সিস্টেমে বদল:
আগে কলেজের উপস্থিতির উপর ভিত্তি করে পরীক্ষাতে ১০ নম্বর বরাদ্দ থাকতো। তবে নতুন এই চার বছরের গ্রাজুয়েশন কোর্সে সেই নিয়মটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে যে অন্তত ৭৫ শতাংশ দিন কলেজে উপস্থিত না থাকলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
তবে এখনই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির তরফ থেকে চার বছরের গ্রাজুয়েশন কোর্স চালু করা হচ্ছে না। বেশ কয়েকটি কলেজ ইতিমধ্যেই চার বছরের কোর্স চালু করা সম্পর্কিত নোটিশ দিয়ে দেওয়া হয়েছে।