সাম্প্রতিক কিছুদিন আগেই শেষ হলো পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক (HS Exam)পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই ছাত্রছাত্রীরা বৃহত্তর শিক্ষা জগতে প্রবেশ করে এবং উপার্জনের রাস্তা তৈরি করে। উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীরা সাধারণত সাইন্স , কমার্স এবং আর্টস নিয়ে পড়াশোনা করেন।
কষ্টকর হলেও বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে অনেক উজ্জ্বল দিক রয়েছে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে প্রায় সব পেশাতেই যাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কোন কোন বিষয় নিয়ে বা কোন কোন কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারেন। (What course can science students study after HS?)
এই কোর্স গুলির সম্পর্কে বলার আগে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতাতে আপনারা কোন কোন চাকরি করতে পারবেন সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন।
উচ্চমাধ্যমিক পাশে কোন কোন চাকরি করা যায়?
উচ্চ মাধ্যমিক (High Secondary Exam)পাশে আপনারা এই চাকরিগুলি করতে পারবেন।
SSC-CHSL
GDS
রাজ্য পুলিশ কনস্টেবল
স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
রেলওয়ে
ডাটা এন্ট্রি অপারেটর
মাল্টি টাস্কিং স্টাফ
ইন্সপেক্টর
ভারতীয় সেনা
ভারতীয় বিমানবাহিনী
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
আদালত কেরানি
সহকারী লোকো পাইলট
ভারতীয় নৌবাহিনী
গ্রুপ সি, ডি ক্লার্ক
উচ্চ মাধ্যমিক (High Secondary Exam)স্তরে বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে মূল বিষয় রয়েছে চারটি। Physcs, Chemistry, Mathematics এবং Biology। এই চারটি বিষয় নিয়েই উচ্চ মাধ্যমিক (High Secondary Exam)স্তরের বিজ্ঞান বিভাগ ৩ ভাগে বিভক্ত।
১.PCB: Physics Chemistry এবং Biology নিয়ে তৈরি হয়েছে এই বিভাগটি। এটি সাধারণত Medical লাইনের ছাত্র-ছাত্রীদের জন্য উপযোগী।
২.PCMB: এই বিভাগে রয়েছে Physics, Chemistry, Mathematicsএবং Biology।
৩. PCM: Physics Chemistry এবং ম্যাথমেটিক্স নিয়ে তৈরি হয়েছে এই বিভাগটি। এটি নন Medical বিভাগের মধ্যে পড়ে।
উচ্চমাধ্যমিকে PCB নিয়ে পড়ে কি করবেন?
উচ্চমাধ্যমিকে যদি আপনাদের Physics, Chemistry এবং Biology থাকে তাহলে আপনারা এই কোর্সগুলি করতে পারবেন।
Bachelor অফ মেডিসিন এবং Bachelor অফ সার্জারি (এমবিবিএস)
Bachelor অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (BAMS)
বায়োইনফর্মেক্স
জৈবপ্রযুক্তি
B.Sc
বিদেশী বিজ্ঞান
Bachelor অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (BHMS)
ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি Bachelor (BUMS)
নার্সিং
পরিবেশ বিজ্ঞান
Bachelor অফ ফিজিওথেরাপি (BPT)
কৃষিতে B.Sc
ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাজব্যান্ড হ্যাজব্যান্ড গ্র্যাজুয়েশন (B.V.Sc. & AH)
জেনেটিক্স
বি ফার্মা
মাইক্রো Biology
Bachelor অফ ডেন্টাল সার্জারি (BDS)
PCB নিয়ে পড়ার পর আপনারা বেশ কিছু Para Medical কোর্স করার ও সুযোগ পাবেন। Para Medical কোর্সগুলি হলো:
এক্স-রে প্রযুক্তিতে B.Sc
Bachelor অফ অকুপেশনাল থেরাপি
Medical রেকর্ড টেকনোলজিতে B.Sc
অডিওলজি এবং স্পিচ-ল্যাংগুয়েজ প্যাথলজিতে Bachelor অফ সায়েন্স (BSALP)
Medical ইমেজিং টেকনোলজিতে B.Sc
ডায়ালাইসিস প্রযুক্তিতে B.Sc
B.Sc ইন এমএলটি (Medical ল্যাব টেকনোলজি)
চক্ষু প্রযুক্তিতে B.Sc
অপটোমেট্রিতে B.Sc
B.Sc. OTT (অপারেশন থিয়েটার প্রযুক্তি)
অ্যানেস্থেশিয়া প্রযুক্তিতে B.Sc
অডিওলজি এবং স্পিচ থেরাপিতে B.Sc
রেডিওগ্রাফিতে B.Sc
উচ্চমাধ্যমিকে PCM নিয়ে পড়ে কি করবেন?
PCM নিয়ে পড়া ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কমার্স এবং আর্টস এর প্রায় সবগুলি কোর্স করতে পারবেন। এছাড়া যাদের শিক্ষক, প্রফেসর, গবেষক ইত্যাদি হবার ইচ্ছা আছে, তারাও এই বিষয়গুলি বেছে নিতে পারেন।
এবার জেনে নেওয়া যাক PCM নিয়ে পড়ার পর আপনারা কোন কোর্সগুলি করতে পারবেন!
বি.টেক
পাইলট
Bachelor অফ আর্কিটেকচার (B.Arch)
B.Sc
Railway Apprentice Exam
Bachelor অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA)
মার্চেন্ট নেভি (B.Sc. নটিক্যাল সায়েন্স)
এনডিএ (NDA)
উচ্চ মাধ্যমিকের পরে অনেকেরই ভবিষ্যতের কোর্সগুলি সম্পর্কে আইডিয়া থাকে না। তাদের কাছে কোন রকম ধারণা থাকে না যে উচ্চমাধ্যমিকে তাদের পড়া বিষয়ের উপরে কোন কোন কোর্স উপলব্ধ রয়েছে উচ্চতর শিক্ষা জগতে। এই প্রতিবেদনে আপনাদের সামনে সমস্ত কোর্সগুলি সম্পর্কে জানানো হলো। আপনারা চাইলে ইন্টারনেট থেকে এই কোর্স গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।