সম্প্রতি পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কমিশনের (Municipal Commission) বিভিন্ন পদে নিয়োগের সুযোগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যেকোনো যোগ্য প্রার্থী। আবেদন পদ্ধতিসহ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন।
নোটিশ নং:
WBMSC/web/ 39 / Direct-III
নোটিশ প্রকাশের তারিখ:
28/12/2023
i) পদের নাম:
Sub- Assistant Engineer
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা (Diploma in Engineering) থাকতেই হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে পে লেভেল 12 হিসেবে বেতন দেওয়া হবে।
ii) পদের নাম:
Cashier
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের নুন্যতম মাধ্যমিক পাশ (Secondary Passed) করে থাকতে হবে এবং MS Office ও ইন্টারনেট সম্পর্কে জ্ঞাত হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে পে লেভেল 6 হিসেবে বেতন দেওয়া হবে।
iii) পদের নাম:
Accountant
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের Commerce এ স্নাতক হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে পে লেভেল 6 হিসেবে বেতন দেওয়া হবে।
এছাড়াও আরো অন্যান্য পদে নিয়োগের সুযোগের কথা বলা হয়েছে। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।
- ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন করতে হবে।
- iii) সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
- i) Written Exam: 200 Marks
- ii) Interview এর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
- i) General/OBC/EWS: 200/- টাকা
- ii) Others: 50/- টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা:
07/02/2024 এখানে আবেদন করার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh