HomeGovt Schemeমানবিক প্রকল্প আবেদন (মাসে ১০০০ টাকা)| West Bengal Manabik Prakalpa

মানবিক প্রকল্প আবেদন (মাসে ১০০০ টাকা)| West Bengal Manabik Prakalpa

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিবন্ধীদের জন্য মানবিক প্রকল্প শুরু করেছেন ।প্রতিবন্ধীদের জন্য পশ্চিমবঙ্গ মানবিক প্রকল্প। রাজ্যের বাসিন্দারা এই West Bengal Disabilities Pension Scheme-এর জন্য আবেদন করতে পারবে। তবে যে সমস্ত প্রতিবন্ধীদের শরীরের ৪০% শতাংশ অক্ষম তারাই শুধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

পশ্চিমবঙ্গ মানবিক প্রকল্প কি?

পশ্চিমবঙ্গের মানবিক প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য মাসে ১০০০ টাকা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে ।

Manabik Scheme উদ্দেশ্যে ?

  • প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য করা ।
  • প্রতি মাসে এক হাজার টাকা ভাতা প্রদান করা ।
  • প্রতিবন্ধীদের মাস শেষে আর্থিক দুশ্চিন্তা দূর করা।
  • কোনোরকম জটিলতা ছাড়াই প্রতিমাসে ব্যাংকে টাকা পৌঁছে যাওয়া।

কারা কারা মানবিক প্রকল্পের টাকা পাবে?

  • পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর বসবাস করছে এমন বাসিন্দা।
  • শরীরের চল্লিশ শতাংশ অক্ষম এমন প্রতিবন্ধী ব্যক্তি ।
  • বার্ষিক পারিবারিক ইনকাম ১ লক্ষের কম ।

কারা কারা মানবিক প্রকল্পের টাকা পাবেন না?

  • প্রতিবন্ধী শংসাপত্র না থাকলে ।
  • আংশিক প্রতিবন্ধী বা শারীরিক অক্ষমতা থাকলে আবেদন করা যাবে না। (৪০ শতাংশের নীচে)
    আবেদনকারী কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো অন্য ভাতা পেয়ে থাকলে এখানে আবেদন করা যাবে না ।

মানবিক প্রকল্পের জন্য কী কী নথি/ডকুমেন্ট প্রয়োজন?

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • ব্যাংকের বইয়ের প্রথম পেজের ছবি। (যেখানে অ্যাকাউন্ট নম্বর,IFSC সহ গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে।)(Self Attested)
  • প্রতিবন্ধীর সার্টিফিকেট ।
  • রেশন কার্ড/ আধার কার্ড/ ভোটার কার্ড-এর জেরক্স ।(Self Attested)
  • রেসিডেনসিয়াল সার্টিফিকেট (Self Declaration)
  • ইনকাম সার্টিফিকেট (Self Declaration)

WB Manabik Scheme-এ আবেদন করার পদ্ধতি:

  • পশ্চিমবঙ্গের এই মানবিক প্রকল্পে আবেদন অফলাইনে করতে হবে।
  • গ্রামাঞ্চলের আবেদনকারীর জন্য বিডিও অফিসে আবেদন করতে হবে ।
  • শহরাঞ্চলের আবেদনকারীর জন্য মহকুমা অফিসে আবেদন করতে হবে।
  • কলকাতার জন্য পূর্ত ভবনে (কন্ট্রোল অফ ভেগ্যান্সি অফিস ) আবেদন করতে হবে ।
  • এছাড়াও দুয়ারে সরকার প্রকল্প-এর মাধ্যমে এখানে আবেদন করা যাবে। নিজের এলাকায় duare sarkar camp কবে কবে হচ্ছে সেটি খোঁজ রাখতে হবে ।

উল্লেখযোগ্য প্রতি বছর দু বার প্রতি এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মানবিক প্রকল্প ফর্ম PDF

আপনি চায়লে আগে থাকতে প্রতিবন্ধী ভাতার জন্য মানবিক প্রকল্পের অফিসিয়াল West Bengal Manabik Scheme Application PDF ডাউনলোড করে সেটি জমা করতে পারেন নির্দিষ্ট স্থানে।

নিম্নে Manabik Pension Scheme Form PDF Download করার লিঙ্ক দেওয়া হলো।

Application Form Pdf: Download Now

Official Notification: Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular