সম্প্রতিগত বুধবার পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করল পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট (West Bengal Budget 2023)। বাজেটে রাজ্যের বিভিন্ন খাতে কত টাকা করে বরাদ্দ করা হবে সেই বিষয়ে বলা হয়েছে। বেকারদের চাকরি, রাস্তাশ্রী প্রকল্পে অনুদান, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, কর্মসংস্থান সংক্রান্ত অনেক বিষয় ঘোষণা করা হয়েছে এইবারের বাজেটে।
এবারের বাজেটে মহিলাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বুধবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘোষণার মাধ্যমে রাজ্যের বহু মহিলা উপকৃত হবেন। কার্যত একপ্রকার কোনরকম আবেদন ছাড়াই প্রত্যেক মাসে এক হাজার টাকা পাবেন মহিলারা।
বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Laxmir Vandar Scheme) প্রায় এক কোটি ৮৮ লক্ষ মহিলা প্রত্যেক মাসে ৫০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত সহায়তা পান সরকারের পক্ষ থেকে। তপশিলি জাতি ও উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা পান এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পান সরকারের পক্ষ থেকে।
এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান, তাদের বয়স ৬০ বছর হলে তারা আর এই প্রকল্পের টাকা পাবেন না। তখন তাদেরকে অটোমেটিক বার্ধক্য ভাতার আওতায় নিয়ে নেওয়া হবে। এবং ৬০ বছর পার হলে প্রত্যেক মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পাবেন।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল ষাট বছর বয়স পার হলে আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হতো এবং আবেদন মঞ্জুর হবার জন্য বেশ সময় লাগতো। তবে নতুন এই নিয়মে মহিলাদের আলাদা করে আবেদন করার দরকার পড়বে না। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান, তাদের বয়স ৬০ হলে সরাসরি তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।