HomeEducation Newsরাজ্য সরকার ঘোষণা করলো ডিসেম্বরে পরপর ছুটির কথা। বন্ধ থাকবে সমস্ত সরকারি...

রাজ্য সরকার ঘোষণা করলো ডিসেম্বরে পরপর ছুটির কথা। বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল, কলেজ ও অফিস।

ডিসেম্বর নিয়ে এলো ছুটির দিন রাজ্য সরকারের হাত ধরে। রাজ্য পেতে চলেছে পরপর ছুটি। ছুটি থাকবে সমস্ত সরকারি স্কুল, কলেজ ও অফিস। কোন কোন দিন কি কি উপলক্ষ্যে ছুটি তা জানুন।

ছুটির তালিকা নিচে সবিস্তারে জানানো হলো:

  • ২০ ডিসেম্বর(বুধবার): মহর্ষি বাল্মীকি জয়ন্তী (Maharshi Balmiki Jayanti)
  • ২৫ ডিসেম্বর(সোমবার): বড়দিন (Christmas Day)
  • ৩১ডিসেম্বর(রবিবার): নিউ ইয়ার ইভ (New Year’s Eve)
  • ১জানুয়ারি(সোমবার): নিউ ইয়ার (New Year)

অর্থাৎ নতুন বছর শুরুর দিনটিও ছুটি হিসেবে পাবেন রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী-শিক্ষক এবং অফিস কর্মচারীরা।

এই বছর নভেম্বর মাসের শেষের দিক থেকেই সমস্ত স্কুলে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। ডিসেম্বর মাসের মাঝামাঝি শেষ হবে পরীক্ষা। পরীক্ষার শেষে খাতা মূল্যায়নসহ অন্যান্য অফিশিয়াল কাজ (Official Works) চলবে সমস্ত স্কুলে। এই সময় সরকারের তরফে এমন ছুটির ঘোষণা শুনে স্বাভাবিকভাবেই খুশি শিক্ষক এবং শিক্ষিকারা। কারণ পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের ছুটি থাকলেও, তাঁদের ছুটি থাকছিল না।

এর মধ্যেই আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ছুটির তালিকাও প্রকাশ করেছেন রাজ্য সরকার এবং পরবর্তী বছরে ছুটির দিনগুলি বেশিরভাগ রবিবারে পড়ে যাওয়ায় কমেছে ছুটির সংখ্যা। এবার সেই কারণে রাজ্যকে অতিরিক্ত ছুটি প্রদান করা হবে কিনা তা এখনো আলোচনাসাপেক্ষ।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular