জাতীয় শিক্ষানীতি(National Education Policy) মেনে তিন বছরের গ্রাজুয়েশন কোর্স চার বছরে সম্পূর্ণ করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার(Central Government)। কেন্দ্রের এই নীতি পশ্চিমবঙ্গে কার্যকর হবে কিনা, তাই নিয়ে বিভিন্ন মহলের মধ্যে সংশয় ছিল। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে রাজ্যে চার বছরের স্নাতক কোর্স(4 Year Graduation Course) প্রোগ্রাম চালু হয়। তবে এই দিন বিধানসভায় অন্য মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী শ্রী ব্রাত্য বসু।
বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে, রাজ্য কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষানীতিকে মেনে নেয়নি। বরঞ্চ পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে আবার বলছেন চার বছরের স্নাতক কোর্স চালু করা আর কেন্দ্রীয় শিক্ষানীতিকে(NEP 2020) মেনে নেওয়া, দুটি একই বিষয়।
এই দিন ব্রাত্য বসু বলেন যে, জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকার পুরোপুরি মেনে নেয়নি। উল্টে একটি ভুল ধারণা তৈরি হয়েছে যে, তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক কোর্স চালু করার কারণে রাজ্য সরকার হয়তো জাতীয় শিক্ষানীতি মেনে নিয়েছে। আসলে এটি রাজ্য সরকারেরই একটি সুপারিশ, যেটি না করলে শিক্ষার্থীদের পরবর্তীকালে সমস্যার মধ্যে পড়তে হতো তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে জাতীয় শিক্ষানীতিতে বেশ কয়েকটি ইস্যু থাকায় রাজ্য সরকারের পক্ষে জাতীয় শিক্ষানীতি মেনে নেওয়াতে আপত্তি রয়েছে। তিনি আরো বলেন যে তিন বছরের স্নাতক কোর্স(3 Years Graduation Course) রেখে দিলে বামেদের ইংরেজি তুলে দেওয়ার সিদ্ধান্তর থেকেও আরো বড় খারাপ সিদ্ধান্ত নেওয়া হতো ছাত্র-ছাত্রীদের প্রতি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিষয়টি উল্লেখ করে জানিয়েছিলেন যে, রাজ্যের পড়ুয়াদের সর্বভারতীয় পরীক্ষাগুলিতে(All India Exams) অংশগ্রহণ করার জন্য চার বছরের গ্রাজুয়েশন কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। তবে দেখা যাচ্ছে যে বর্তমানে চার বছরের অনার্স গ্রাজুয়েশন কোর্স পড়ার থেকে তিন বছরের জেনারেল কোর্সে(General Course) পড়া ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি।