West Bengal Bengal Health Recruitment Board এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।ওয়েবসাইটে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী Government College of Nursing এ করা হবে কর্মী নিয়োগ। জেনে নিন আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে বিস্তারিত।
পদের নাম:
Senior Lecturer
শূন্যপদের সংখ্যা:
৭টি।
আবেদন পদ্ধতি:
- i) আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি (Masters Degree) অর্জন করে থাকতে হবে।
- ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর অন্তত তিন বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
- iii) প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় দক্ষতা অর্জন করে থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০০ টাকা বেতন পাবেন।
আবেদনের প্রক্রিয়া:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
- ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে West Bengal Health Recruitment Board এ নাম নথিভুক্ত করতে হবে।
- iii) নাম নথিভুক্তকরণের পরে প্রার্থীর নিজের যাবতীয় তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য নথি জমা দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন ফি:
আবেদন মূল্য হিসেবে ২১০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা:
আগামী ৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে গিয়ে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh