HomeJob updatesমোট শূন্যপদ 1500টি! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত।

মোট শূন্যপদ 1500টি! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। West Bengal Health and Family Welfare Department এর তরফে অর্থাৎ WBSHFWS বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। ভারতের নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদনে ইচ্ছুক হলে তাড়াতাড়ি আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত। (WBSHFWS Recruitment)

পদের নাম:

WBSHFWS Employee

মোট শূন্যপদ:

1500 শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়সসীমা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ওয়েস্ট Bengal Health and Family Welfare Department এর Website এ গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া (Application Process) সম্পন্ন করতে হবে।
ii) আবেদনপত্রটি পূরণ করার পরে সেটির প্রিন্ট আউট (Print Out) বের করে নিন।

আবেদন ফী:

i) আবেদন ফি বাবদ 100 টাকা ধার্য করা হয়েছে।
ii) আবেদন ফী Credit /Debit Card /Net Banking এর মাধ্যমে জমা করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া :

প্রার্থীদের প্রথমে Written Test এবং চূড়ান্ত পর্যায়ে Interview এর মাধ্যমে বেছে নেওয়া হবে।

আবেদন শুরুর তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 09/08/2023 তারিখ থেকে।

আবেদন শেষের তারিখ:

আবেদন প্রক্রিয়া শেষ হবে 20/08/2023 তারিখে।

নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular