WBPSC অর্থাৎ West Bengal Public Service Commission এর তরফে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি। মাসের শেষে মিলবে মোটা টাকার বেতন। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন।
নোটিশ নং:
15/2023
নোটিশ প্রকাশের তারিখ:
17/11/2023
পদের নাম:
Technical ASSISTANT
শূন্যপদ:
মোট 8 টি শূন্যপদ রয়েছে।
আবশ্যিক যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের টেক্সটাইল প্রযুক্তি বা হ্যান্ডলুম প্রযুক্তি (Textile or Handloom Technology) বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বাংলা ভাষায় সম্যক জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
- i) আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ 39 বছরের মধ্যে হতে হবে।
- ii) বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিছুটা ছাড় পাবেন।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীদের 2019 সালের WBS(ROPA) এর লেভেল 9 হিসেবে মাসিক 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
- ii) আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজদের নাম নথিভুক্ত (Enlisted) করতে হবে।
- iii) এরপরে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি পূরণ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য (Application Fee) জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
- i) Written Test
- ii) Interview
আবেদন মূল্য:
GEN/ OBC/EWS:
আবেদন মূল্য বাবদ 160 টাকা ধার্য করা হয়েছে।
আবেদন শুরু:
24/11/2023
আবেদন করার শেষ দিন:
15/12/2023
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো তথ্যের জন্য ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh