WBPSC অর্থাৎ West Bengal Public Service Commission এর ওয়েবসাইটে বিভিন্ন মন্ত্রক এবং দফতরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সংস্থা থেকে প্রায়ই বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সম্প্রতি আরো একটি বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারের মৎস্য দফতরের জন্য। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (WBPSC Recruitment 2023)
পদের নাম:
Fishary Field Assistant
কোন বিভাগের জন্য এই নিয়োগ?
রাজ্য সরকারের মৎস্য দফতরের অর্থাৎ Fisheries, Aquaculture, Aquatic Resources and Fishing Harbours Department এর জন্য করা হবে এই নিয়োগ।
শূন্যপদ:
৫০টি। (UR-১৯)
আবশ্যিক যোগ্যতা:
বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
বয়সসীমা:
পরবর্তীকালে এই বিষয়ে জানানো হবে।
মাসিক বেতন:
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্টরূপে কিছু জানানো হয়নি।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
তথ্য অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইনে(Online and Offline)।
ii) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে কমিশনের ওয়েবসাইটে (Website) গিয়ে নিজেদের নাম নথিভুক্ত (Enlisted) করতে হবে।
iii) এরপরে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ:
আগামী ১১অক্টোবর থেকে আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন করার শেষের তারিখ:
আগামী ১ নভেম্বর দুপুর তিনটে পর্যন্ত আবেদন করা যাবে।
অফলাইনে আবেদন করার শেষ তারিখ:
আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানার জন্য কমিশনের ওয়েবসাইটে (Website) চোখ রাখতে হবে প্রার্থীদের।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh