HomeJob updatesপশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। জানুন...

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। জানুন বিশদে। 

সম্প্রতি পশ্চিমবঙ্গের WBMDFC অর্থাৎ West Bengal Minorities Development Finance Corporation এর তরফে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার অফিসের তরফে। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের (Minority Caste) মানুষই আবেদনের যোগ্য। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

নোটিশ নং:

4918 -MDC/Reco/Eng/RA-14

নোটিশ প্রকাশ:

14/11/2023

পদের নাম:

Recovery Agent

শূন্যপদ:

এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

নিয়োগ স্থল:

প্রার্থীদের নদিয়া জেলার করিমপুর এবং পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এবং পূর্বস্থলীতে নিয়োগ করা হবে।

আবশ্যিক যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাশ (Higher Secondary Passed) হতে হবে।
  • ii) প্রার্থীদের নুন্যতম ‘O’ লেভেলের দক্ষতা থাকতে হবে।
  • iii) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হতে হবে যেমন জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম সম্প্রদায়ের হতে হবে।
  • iv) প্রার্থী যেনো অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হন, তা দেখতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স নূন্যতম 20 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

আবেদন পদ্ধতি:

আলাদা ভাবে কোনো আবেদন করতে হবে না প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি:

Walk in Interview এর মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।

বিঃ দ্রঃ: প্রার্থীদের ইন্টারভিউ (Interview) নেওয়ার দিন সমস্ত তথ্য সমেত নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ-এর দিন এবং সময়:

28/11/2023 তারিখে ঠিক সকাল 11.00 টার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউ নেওয়ার ঠিকানা:

West Bengal Minorities Development & Finance Corporation,

AMBER, DD-27/E Sector 1,

Salt Lake, Kolkata-700064

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular