সম্প্রতি পশ্চিমবঙ্গের WBMDFC অর্থাৎ West Bengal Minorities Development Finance Corporation এর তরফে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার অফিসের তরফে। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের (Minority Caste) মানুষই আবেদনের যোগ্য। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
নোটিশ নং:
4918 -MDC/Reco/Eng/RA-14
নোটিশ প্রকাশ:
14/11/2023
পদের নাম:
Recovery Agent
শূন্যপদ:
এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ স্থল:
প্রার্থীদের নদিয়া জেলার করিমপুর এবং পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এবং পূর্বস্থলীতে নিয়োগ করা হবে।
আবশ্যিক যোগ্যতা:
- i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাশ (Higher Secondary Passed) হতে হবে।
- ii) প্রার্থীদের নুন্যতম ‘O’ লেভেলের দক্ষতা থাকতে হবে।
- iii) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হতে হবে যেমন জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম সম্প্রদায়ের হতে হবে।
- iv) প্রার্থী যেনো অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হন, তা দেখতে হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স নূন্যতম 20 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
আবেদন পদ্ধতি:
আলাদা ভাবে কোনো আবেদন করতে হবে না প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি:
Walk in Interview এর মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।
বিঃ দ্রঃ: প্রার্থীদের ইন্টারভিউ (Interview) নেওয়ার দিন সমস্ত তথ্য সমেত নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ-এর দিন এবং সময়:
28/11/2023 তারিখে ঠিক সকাল 11.00 টার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউ নেওয়ার ঠিকানা:
West Bengal Minorities Development & Finance Corporation,
AMBER, DD-27/E Sector 1,
Salt Lake, Kolkata-700064
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh