HomeJob updatesWBMDFC Vacancy: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, জেনে নিন বিস্তারিত।

WBMDFC Vacancy: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, জেনে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরির খোঁজ করছেন, তাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মুর্শিদাবাদ জেলার মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসে(WBMDFC) এডুকেশন সুপারভাইজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছেলে এবং মেয়েরা শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। (WBMDFC Education Supervisor Recruitment)

সুপারভাইজার পদে নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

এডুকেশন সুপারভাইজার

মোট শূন্যপদ-

১ টি।

মাসিক বেতন-

বেতন সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

বয়সসীমা-

সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা-

  • অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
  • কম্পিউটারের ন্যূনতম ‘ও’ লেভেলের দক্ষতা থাকতে হবে।
  • প্রার্থীকে কোন মাইনরিটি কমিউনিটির সদস্য হতে হবে। যেমন শিখ, বৌদ্ধ, পারসি, মুসলিম ইত্যাদি।
  • যিনি আবেদন করবেন তাকে অবশ্যই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা এবং কম্পিউটারের স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। নির্দিষ্ট দিনে সরাসরি লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়া হবে।

আবেদন মূল্য-

আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের আলাদা করে আবেদন করার কোন প্রয়োজন নেই। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ওয়াক ইন টেস্ট দিতে হবে।

টেস্টের তারিখ এবং সময়:

08/06/2023, সকাল 10.30।

টেস্ট নেওয়ার ঠিকানা:

West Bengal Minorities Development & Finance Corporation,
AMBER, DD-27/E Sector 1,
Salt Lake, Kolkata-700064.

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here
Application Form: Download Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular