রাজ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন বা West Bengal Electricity Regulatory Commission অর্থাৎ WBERC এর তরফে নিয়োগ করা হবে কর্মী। সেই কথা জানিয়ে সম্প্রতি কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জেনে নিন বিস্তারিত। (WBERC Recruitment 2023)
পদের নাম:
Project Engineer
শূন্যপদ:
৩টি
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীকে মাসিক ৫৫,০০০/- টাকা দেওয়া হবে বেতন হিসেবে।
কাজের সময়সীমা:
প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে তার সময়সীমা কাজের ভিত্তিতে বৃদ্ধি পেতে পারে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের AICTE স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Electrical/Mechanical Engineering এ Bachelor Degree প্রাপ্ত হতে হবে।
ii) এছাড়া যেসব প্রার্থীর নুন্যতম এক বছরের বিদ্যুৎ ক্ষেত্রে/ সরকারি সংস্থা/ রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির অভিজ্ঞতা (Work Experience) থাকবে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
iii) প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথোপকথনে (English Conversation) স্বচ্ছন্দ হতে হবে এবং Computer এর বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা এবং মেল আইডিতে (Mail ID) পাঠিয়ে আবেদন জানাতে হবে।
আবেদনের শেষ দিন:
১১ সেপ্টেম্বর, বিকেল ৫টা।
নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য আরো জানতে হলে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট (Website) দেখতে হবে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh