HomeEducation Newsপ্রকাশিত হলো WBCS পরীক্ষার ফলাফল। দেওয়া হল সফলদের নামের তালিকা ও কাট-অফ...

প্রকাশিত হলো WBCS পরীক্ষার ফলাফল। দেওয়া হল সফলদের নামের তালিকা ও কাট-অফ মার্কস।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো WBCS পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(Public Service Commission WB) এর পক্ষ থেকে WBCS 2021-এর  গ্রুপ-A এবং গ্রুও-B Main পরীক্ষার(WBCS Main) ফলাফল প্রকাশ করা হলো।

প্রতিবছর রাজ্যের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(Public Service Commission WB) WBCS পরীক্ষার আয়োজন করে। প্রিলিতে উত্তীর্ণ প্রার্থীদের মেন পরীক্ষা দিতে হয়। পরীক্ষার সেন্টার পড়ে কলকাতা এবং অন্যান্য জেলার বহু কেন্দ্রে।

Public Service Commission WB এর অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লুবিসিএস মেইন পরীক্ষা, ২০২১ এর ফলাফল(WBCS Result 2021) প্রকাশ করা হয়েছে। দেওয়া হয়েছে সফল প্রার্থীদের নামের তালিকা। তাছাড়াও কাস্ট অনুযায়ী Cut Off Marks ও দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

WBCS পরীক্ষা পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসের(Civil Service Exam West Bengal) চারটি গ্রুপের জন্য পরিচালিত হয়। A,B,C এবং গ্রুপ D। সম্প্রতি গ্রুপ-A এবং গ্রুও-B Main পরীক্ষার(WBCS Main) ফলাফল প্রকাশ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular