HomeE365WBCS পরীক্ষার জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা বেলুরের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের, জানুন...

WBCS পরীক্ষার জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা বেলুরের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের, জানুন বিস্তারিত।

চাকরির বিভিন্ন কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো ডব্লিউবিসিএস (WBCS) চাকরির জন্য পরীক্ষা। রাজ্য সরকারের অধীনে থাকা এই পরীক্ষার জন্য পুরো রাজ্যের প্রার্থীরা দেন পরীক্ষা। পরীক্ষাটির অনেক খুঁটিনাটি আছে যার সামাল দেবার ভার দেওয়া থাকে বিভিন্ন প্রশাসনিক আমলাদের। এবার এই পরীক্ষার জন্য অনলাইনে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের(Belur Moth Ramkrishna Mission Vidyamandir)। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

প্রশিক্ষণের জন্য রাজ্যের যেকোনো পুরুষ ও মহিলা প্রার্থী অনলাইনে নিতে পারেন একবছরের একটি কোর্স। অনলাইনে চলা এই কোর্স সকলের জন্যই সুবিধাজনক হবে বলে মনে করা হয়। West Bengal Civil Services অর্থাৎ WBCS এর পরীক্ষায় যথাক্রমে প্রিলি, মেন ও ইন্টারভিউ (Preliminary, Mains and Interview) এর রাউন্ড থাকে এবং এই প্রতিটি ধাপের জন্যই দেওয়া হবে যথাযথ প্রশিক্ষণ। কোর্সগুলিতে ক্লাস করানোর দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক, আইএএস (Indian Administrative Service) অফিসার এবং ডব্লিউবিসিএস অফিসারেরা।

কবে থেকে শুরু হচ্ছে ক্লাস?

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে এই অনলাইন ক্লাস।

ক্লাসের সময় এবং মেয়াদ:

প্রতিসপ্তাহে প্রতিদিন সন্ধ্যাবেলা হবে এই দেড় ঘণ্টার অনলাইন ক্লাস।

অনলাইন ক্লাসের পাশাপাশি থাকবে রেকর্ডেড ক্লাস ও ক্লাস নোটের পিডিএফের (Recorded Class and PDF) ব্যবস্থা। এছাড়াও মিলবে প্রয়োজনীয় সমস্ত স্টাডি মেটিরিয়াল ও বইপত্র। থাকবে মক টেস্টের (Mock Test) ব্যবস্থাও।

আবেদন পদ্ধতি:

আবেদনের জন্য প্রার্থীদের ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের নথি সমেত আবেদন করতে হবে।

কোর্স ফি:

কোর্স ফি বাবদ ১৫ হাজার টাকা এবং ১৮ শতাংশ জিএসটি (GST) জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৫ অগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানুন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

Official Website:
https://vidyamandira.ac.in/

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular