HomeJob updatesরাজ্যে যোগা শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যে যোগা শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

Yoga বা যোগা হলো আমাদের দেশের একটি পুরাতন এবং চিরাচরিত শরীরচর্চার (Exercise) বিষয়। যোগাসন করলে শুধু যে সুস্বাস্থ্য বজায় থাকে তাই নয়, বরং মনে আত্মবিশ্বাস (Self Confidence) বৃদ্ধি করে, মনের অধ্যবসায় (Concentration) বাড়ায়। যোগার আরো অনেক গুণ বর্তমান। বর্তমান সময়ে যতটা মানুষ সময়ের অভাবে ভুগছে ঠিক ততটাই ভুগছে শারীরিক অসুস্থতাতে।

আর তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যোগার প্রচলন করাতে। সম্প্রতি রাজ্যে প্রকাশিত হয়েছে যোগা ইনস্ট্রাক্টর (Yoga Instructor) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সহ আরো অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে পড়ুন প্রতিবেদনটি। (WB Yoga Instructor Recruitment)

Employment No.:

DH&FWS-Mid(W)2023/1475

পদের নাম:

Yoga Instructor (AYUSH)

মোট শূন্যপদ:

i) ২১ টি (Male) UR- ১০ টি, SC- ৬ টি, ST- ১ টি, OBC- ৪ টি।)
ii) ২১ টি (Female) UR- ১০ টি, SC- ৬ টি, ST- ১ টি, OBC- ৪ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ Yoga এবং Naturopathy বিষয়ে ১ বছরের কোর্স সার্টিফিকেট (Certificate Course) থাকতে হবে।
ii) চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে।

মাসিক ভাতা:

i) পুরুষ Yoga Instructor দের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২টি ক্লাসের জন্য ৮০০০/- টাকা মাসিক ভাতা প্রদান করা হবে।
ii) মহিলা Yoga Instructor দের ক্ষেত্রে সর্বোচ্চ ২০টি ক্লাসের জন্য ৫০০০/- টাকা মাসিক ভাতা প্রদান করা হবে।

বয়সসীমা:

i) আবেদনকারীদের বয়স হতে হবে ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি (Verified Phone Number and Email Address) থাকতে হবে।
iii) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিজের যাবতীয় তথ্য (Every Document) দিয়ে।
iv) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হলে আবেদন ফি জমা করে প্রাপ্ত রিসিভ কপি (Receipt Copy) ডাউনলোড করতে হবে।

আবেদন ফি:

i) Reserved Category: ৫০/- টাকা।
ii) Unreserved Category: ১০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি:

i) Educational Qualification and Number
ii) Interview
iii) Demonstration
এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular