সম্প্রতি রাজ্যের রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) জন্য জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতের যেকোনো নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা খুব সহজেই আবেদন করতে পারবেন অফলাইনে। সকলেই জানেন যে এই প্রকল্প প্রধানত রাজ্যের মেয়েদের জন্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে নিয়োগের আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত।
Employment No.:
368/SW
পদের নাম:
Accountant
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে (Commerce Department) স্নাতক ডিগ্রি (Graduation Degree) প্রাপ্ত হতে হবে।
- ii) এর সাথেই প্রার্থীকে MS Office এর সমস্ত কাজে দক্ষ হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে ১৫,০০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
- ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে হবে।
- iii) এবার আবেদনপত্রের অংশটিতে প্রার্থীকে নিজের নাম, বয়স, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সকল তথ্য পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
DPMU, Rupashree Prakalpa Cell under Social Welfare Section, Paschim Medinipur
আবেদনের শেষ তারিখ:
আগামী ১১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh