HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, দেখে নিন বিস্তারিত।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, দেখে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Department) তরফে সম্প্রতি জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে। (WB Health Department Recruitment)

Employment No.:

CMOH/Samiti/225

1. পদের নাম:

Early Interventionist cum Special Educator

মোট শূন্যপদ:

১ টি

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন (Special Education) বিষয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা সার্টিফিকেট (Degree or Diploma Certificate) থাকা আবশ্যিক।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন:

১৮,০০০/- টাকা।

2. পদের নাম:

Social Worker

মোট শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Sociology অথবা Social Work বিষয় নিয়ে Masters Degree প্রাপ্ত হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

২৫,০০০/- টাকা।

3. পদের নাম:

Laboratory Technician

মোট শূন্যপদ:

২ টি।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীদের ভৌত বিজ্ঞান, রসায়ন এবং জীববিদ্যা (Physics, Chemistry and Biology) বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ এবং Diploma in Medical Laboratory Technology বিষয়ে Degree বা Certificate প্রাপ্ত হতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

২২,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদন জানানোর জন্য প্রার্থীকে প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website of West Bengal Health Department) অথবা জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website of District Department) যেতে হবে।
iii) অনলাইনে আবেদন জানানোর জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি এবং একটি মোবাইল নম্বর (Verified Email ID and Phone Number) থাকা আবশ্যক।

নিয়োগ পদ্ধতি:

i) Written Test
ii) Interview
এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular