HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

রাজ্য সরকারের সঙ্গে কাজ করার সুবর্ণ সুযোগ। চুক্তিভিত্তিক ভাবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে (West Bengal Health and Family Welfare Society) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। জেনে নিন বিস্তারিত।

পদের নাম:

District Consultant PH & CD in National Vector Borne Disease Control Program (NVBDCP) under National Health Mission

শূন্যপদের সংখ্যা:

২টি

বয়সসীমা:

আবেদনকারীকে অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Zoology নিয়ে Post Graduation এবং PhD ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর তাঁদের Entomology, Life Sciences and Zoology -এই তিনটি বিষয়ের যেকোনো একটিতে Graduation Level Passed হতে হবে।
iii) প্রার্থীর ন্যূনতম ৬ মাস কেন্দ্র/ রাজ্য বা সরকার অধিগৃহীত কোনও সংস্থায় কোনো স্বাস্থ্য প্রকল্পের কাজে অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
এক্ষেত্রে যাঁরা ন্যাশনাল হেল্থ মিশনের (National Health Mission) অধীনে কাজ করছেন, তাঁরাও এই পদের জন্য আবেদনের যোগ্য।

নিয়োগ পদ্ধতি:

Computer Test এ উত্তীর্ণ প্রার্থীদের (Passed Candidates) Interview এর মাধ্যমে নিয়োগ (Recruit) করা হবে।

বেতন:

মাসিক ৪০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া:

i) ইচ্ছুক প্রার্থীদের প্রথমে অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে (Website of West Bengal Health and Family Welfare Department) যেতে হবে।
ii) এরপর প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা, জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র-সহ আনুষঙ্গিক নথি জমা দিয়ে আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:

আগামী ১লা অগস্ট বেলা ১১টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

আবেদন প্রক্রিয়া শেষের তারিখ:

আগামী ১০ই অগস্ট

নিয়োগ সংক্রান্ত আরো তথ্য জানতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট (Website of West Bengal Health and Family Welfare Department) দেখে নিতে হবে।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular