HomeNewsআরও দুটি পূর্ণদিবস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

আরও দুটি পূর্ণদিবস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

রাজ্যের সরকারি চাকরিজীবীদের জন্য একটি খুশির খবর। অতিরিক্ত দুটি পূর্ণদিবস ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। এই দুইদিন সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যে শবেবরাত এবং করম পূজা উপলক্ষে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছেন। নবান্নে(Nabanna) একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটির ঘোষণাটি করেন।

নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, রাজ্যের সমস্ত কমিউনিটির(Community) জন্যই ছুটি দেওয়া হয়। দুর্গা পূজার ছুটি(Durga Puja Holiday) যেমন সব কমিউনিটির জন্যই দেওয়া হয় তেমন ঈদের ছুটিও(Eid Holiday) সব কমিউনিটির জন্য। তবে করম পুজো এবং শবেবরাতে সেকশানাল ছুটি(Sectional Holiday) রয়েছে। তাই নিয়ে অনেক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। তাই এবার রাজ্য সরকার এই দুটি দিনকে স্টেট হলিডে হিসেবে ঘোষণা করেছে।

ছুটি ঘোষণার পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী শিল্প নিয়েও বেশ কিছু কথা বলেন। শিল্প বান্ধব পরিবেশের জন্য রাজ্য স্কচ পুরস্কার পেয়েছে, এ কথা তিনি জানান।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন খাতে উন্নতির কথা তিনি তুলে ধরেন। ১০০ দিনের কাজে(100 Days Work) বাংলা কিভাবে প্রথম স্থান দখল করেছিল সে কথাও তিনি বলেন। পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার কথাও এই দিন তিনি সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular