মাধ্যমিক পাশ যোগ্যতাতে চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। মাধ্যমিক উত্তীর্ণ হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
WB GDS Recruitment 2023 এর শূন্যপদ, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম-
গ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ-
৩০০৪১ টি।
UR- ১৩৬১৮ টি, OBC- ৬০৫১ টি, SC- ৪১৩৮ টি
ST- ২৬৬৯ টি, EWS- ২৮৪৭ টি, PWD(A)- ১৯৫ টি,
PWD(B)- ২২০ টি, PWD(C)- ২৩৩ টি, PWD(DE)- ৭০ টি।
আবেদনের শেষ-
23/08/2023
বয়সসীমা-
১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন-
ব্রাঞ্চ পোস্ট মাস্টার:১২,০০০টাকা থেকে ২৯,৩৮০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার: ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা-
- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।
- স্থানীয় ভাষা জানা জরুরী। যেমন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা জানতে হবে।
- সাইকেল চালাতে জানতে হবে।
আবেদন মূল্য-
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই।
আবেদন পদ্ধতি-
ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ ইত্যাদি আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
Official Website: Click Here