রাজ্যের বেকার যুবকদের জন্য সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একগুচ্ছ শুন্যপদে সিভিক ভলেন্টিয়ার(Civic Volunteer) পদে নিয়োগের ঘোষণা করলেন। কিছুদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে প্রায় আড়াই হাজার পদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক(LDC), দমকল বিভাগ সহ আরো বেশ কয়েকটি বিভাগে মোট ৮৫১২টি শূন্যপদের ঘোষণা হয়েছে। তবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ঘোষণায় খুশি রাজ্যের চাকরিপ্রার্থীরা।
কৃতি ক্রীড়াবিদদের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মূলত খেলাধুলার প্রতি রাজ্যের তরুণ প্রজন্মের উৎসাহ বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে একটি টুইট করে লেখেন যে, জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙ্গামাটি ক্রীড়া উৎসব মিলিয়ে ৫৮ জন নবীন ক্রীড়াবিদকে বিশেষ ক্যাটাগরির সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে, তরুণ ক্রীড়াবিদদের মধ্যে থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের সংখ্যা পৌঁছালো ৪৪৩২ এ। তিনি আরো বলেন যে, “তরুণ প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহিত করতে ও তাঁদের ভবিষ্যত অগ্রগতিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
রাজ্যের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি বিশেষ উৎসাহ দিতে সুন্দরবন কাপ, জল তরঙ্গ ক্রীড়া উৎসব, জঙ্গলমহল কাপ, রাঙ্গামাটি ক্রিয়া উৎসব সহ একাধিক উৎসবের সূচনা করেছে রাজ্য সরকার। আর খেলাধুলায় ভালো হলে সেই সমস্ত যুবকদের সরাসরি সরকারি চাকরির ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার(West Bengal State Government)।