HomeJob updatesচাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে BSK-তে নিয়োগ হতে চলেছে তিন হাজার শূন্যপদে।...

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে BSK-তে নিয়োগ হতে চলেছে তিন হাজার শূন্যপদে। জানুন বিশদে।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাজ্যে BSK তে ৩০০০ শূন্য পদে নিয়োগ করা হবে।

বাংলা সহয়তা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক পরিষেবা গুলিকে বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেয়। রাজ্য সরকারের পরিষেবা গুলি যাতে সমস্ত সাধারণ মানুষেরা পান সেই বিষয়েই কাজ করে বিএসকে। বর্তমানে এই পদগুলিতে বহু সংখ্যক প্রার্থী কাজ করছেন, তবে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরো মানুষের কাছে সামাজিক পরিষেবা গুলিকে পৌঁছে দেবার জন্য আরো নতুন কর্মীর দরকার রাজ্য সরকারের। এই বিভাগে আরো নতুন কর্মী নিয়োগের চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার। নিয়োগের নতুন অনুমোদন পাওয়া গেছে।

বর্তমানে রাজ্যে রয়েছে ২৩টি জেলা এবং অনেক ব্লক, প্রশাসন। রয়েছে ৩৫৪১ টি BSK! এখানে কাজ করেন প্রায় ৭১২০ জন প্রার্থী। সামনে আরো নতুন বিএসকে স্থাপন করবে রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী সামনে আরো ১৪৬১ টি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই সমস্ত কেন্দ্রগুলিতে শূন্য পদের নিয়োগ করার জন্য প্রায় তিন হাজার প্রার্থীর প্রয়োজন।

রাজ্যের কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে এই বিভাগে?

  • আলিপুরদুয়ারে-৩৪
  • বাঁকুড়ায়-৭৮
  • পুরুলিয়ায়-৬৪
  • মুর্শিদাবাদে-১০৭
  • নদিয়ায়-৭৭
  • বীরভূমে-৬৪
  • উত্তর চব্বিশ পরগনায়-৮২
  • দার্জিলিং-৩৬
  • হুগলিতে-৭৯
  • হাওড়ায়-৬০
  • জলপাইগুড়িতে-৩৫
  • ঝাড়গ্রামে-৩৪
  • কালিম্পং-২৯
  • মালদহে-৭২
  • পূর্ব বর্ধমানে-৭৩
  • পূর্ব মেদিনীপুরে-১০১
  • পশ্চিম বর্ধমানে-২৭
  • পশ্চিম মেদিনীপুরে-১০৩
  • কোচবিহারে-৪৮
  • দক্ষিণ দিনাজপুরে-২৩
  • দক্ষিণ চব্বিশ পরগনায়-১৫৯
  • উত্তর দিনাজপুরে-৪৫
  • কলকাতায়-৩০

এই সহায়তা কেন্দ্রগুলি থেকে বর্তমানে ন’ কোটিরও বেশি মানুষ সুবিধা পেয়েছেন। আগামী দিনে যাতে আরো বেশি সংখ্যক মানুষ সরকারি সুবিধা গুলি গ্রহণ করতে পারেন সেই দিকে নজর রেখে চলেছে রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular