রাজ্যের যেসব মহিলারা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। ফের রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে নিয়োগ করা হবে আশাকর্মীদের। বেশ কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে প্রায় ৩৬ হাজার জনের শূন্যপদে কর্মী নিয়োগের কথা বলেছিলেন।সম্প্রতি এই বিষয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত।
Employment No.:
105/ICDS/DJ-PUL/23
পদের নাম:
Anganwari Helper
মোট শূন্যপদ:
২৫ টি। (UR- ৪ টি, SC- ৯ টি, ST- ৩ টি, OBC- ৮ টি, PH- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক (Higher Secondary) পাশ করে থাকতে হবে। এছাড়াও উচ্চতর যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
- ii) আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে নিতে হবে এবং সেই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- iii) আবেদন করার পরে আবেদনপত্র সহ সমস্ত জরুরি তথ্য নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি:
- i) Written Exam
- ii) Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
লিখিত পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন:
- i) প্রবন্ধ রচনা – ১৫ নম্বর
- ii) পাটিগণিত – ২০ নম্বর
- iii) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর
- iv) ইংরেজি – ২০ নম্বর
- v) সাধারণ জ্ঞান – ২০ নম্বর
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Block Development Officer, Office of The Block Development Office, Darjeeling Pulbazar Development Block, P.O.-Bijanbari, Dist.-Darjeeling, PIN: 734201
আবেদনের শেষ তারিখ:
আগামী ৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh