বিবেকানন্দ মিশন স্কুলের (Vivekananda Mission School) তরফে বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। যাঁরা রাজ্যের মধ্যেই চাকরি খুঁজে চলেছেন, তাঁদের জন্য সুখবর এটি। রাজ্যের বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (Vivekananda Mission School Teacher Vacancy 2023)
নিয়োগ বোর্ড:
বিবেকানন্দ মিশন স্কুল(Vivekananda Mission School)
পদের নাম:
বিভিন্ন পদে PGT Teacher
শূন্যপদের সংখ্যা:
এখনো পর্যন্ত জানানো হয়নি।
কোন কোন বিষয়ের জন্য নিয়োগ:
i) Psychology (Counselor)
ii) Political science
iii) Geography
যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Masters Degree অর্জন করে থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
বয়সসীমার বিষয়ে কিছু জানানো হয়নি।
মাসিক বেতন:
আলোচনাসাপেক্ষ।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে স্কুলের ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে গিয়ে নির্দিষ্ট Format অনুযায়ী আবেদন করতে হবে নিজের যাবতীয় তথ্য সমেত।
iii) আবেদন করা সম্পন্ন হলে আবেদনপত্র সমেত যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
আবেদন মূল্য:
কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদন শুরুর তারিখ :
28/08/2023
আবেদনের শেষ তারিখ :
13/09/2023
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য স্কুলের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh