চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে অতিথি শিক্ষক হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। যোগ্যতা হিসেবে অবশ্যই সাঁওতালি ভাষায় পারদর্শী হতে হবে। বাকি সমস্ত যোগ্যতা এবং অন্যান্য বিষয়ে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম:
Guest Teacher
কোন কোন বিষয়ের জন্য নিয়োগ:
প্রধানত নিযুক্তদের রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন বিভাগের জন্য নিয়োগ করা হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীর অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন (Political Science and Philosophy) বিষয়ে পিএইচডি ডিগ্রি (PhD) অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
ii) প্রার্থীদের সাঁওতালি ভাষায় (Santali Language) পারদর্শী হতে হবে অর্থাৎ সাঁওতালি ভাষা পড়তে এবং লিখতে পারার দক্ষতা থাকতে হবে।
iii) স্নাতকোত্তরে যেসব প্রার্থীর ৫৫ শতাংশের বেশি নম্বর আছে শুধু তাঁরাই আবেদনের জন্য যোগ্য।
iv) আবেদনকারীদের UGC/CSIR এর National Eligibility Test অর্থাৎ NET অথবা State Eligibility Test পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
v) এছাড়া পিএইচডি (Phd) প্রাপ্ত প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত হওয়া বাঞ্ছনীয়।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে করা যাবে নিয়োগ।
ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নিজের যাবতীয় তথ্য সমেত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের স্থান এবং তারিখ:
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েই (Vidyasagar University) আগামী ৩১ অক্টোবর বেলা সাড়ে ১২টা নাগাদ নেওয়া হবে ইন্টারভিউ।
এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh