HomeJob updatesজেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

উত্তর দিনাজপুর জেলা পরিষদের তরফে কর্মী নিয়োগের (Employee Recruitment) বিজ্ঞপ্তি জারি হলো সম্প্রতি। এই চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত। (Uttar Dinajpur Zilla Parishad Recruitment 2023)

নিয়োগ বোর্ড:

উত্তর দিনাজপুর জেলা পরিষদ

পদের নাম:

Additional District Coordinator

শূন্যপদের সংখ্যা:

1টি।

আবশ্যিক যোগ্যতা:

প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering এ Diploma করে থাকতে হবে।

বয়সসীমা:

i) আবেদনকারীর সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক 22,000/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট (Format) অনুযায়ী আবেদনপত্র পূরণ করুন দরকারি তথ্য সমেত এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হলে বিজ্ঞপ্তিতে বলা নির্দিষ্ট Email ID তে পাঠিয়ে দিন।

আবেদনের শুরুর তারিখ :

05/09/2023

অনলাইন আবেদনের শেষ তারিখ :

19/09/2023

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে(Website)।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular