রাজ্য সরকারের কর্মচারী (State Government Employee) যাঁরা হতে চান, তাঁদের জন্য সুখবর। রাজ্যের উত্তর দিনাজপুর District Magistrate Office এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে এই কথা জানিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। বিভিন্ন পদে হবে নিয়োগ। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। (Uttar Dinajpur DM Office Recruitment)
নিয়োগ সংস্থা:
Uttar Dinajpur District Magistrate
পদের নাম:
i) Office in Charge
ii) Counselor
iii) House Mother
iv) Night Guard
v) House Keeper
vi) Cook
vii) Child Welfare Officer
viii) Store Keeper
ix) Paramedical Stuff
মোট শূন্যপদ:
১৭ টি
বয়সসীমা:
i) আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।
মাসিক বেতন:
i) Office in Charge: 33,100/-
ii) Housekeeper: 12,000/-
iii) Cook: 12,000/-
iv) Night Watchman: 12,000/-
v) Child Welfare Officer: 23,170/-
vi) Councilor: 23,170/-
vii) House Mother: 14,564/-
viii) Store Keeper: 18,536/-
ix) Paramedical Stuff: 12,000/-
আরো বিস্তারিতভাবে জানার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Published Notification) পড়ুন।
শিক্ষাগত যোগ্যতা:
প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে যেতে হবে।
iii) এবার ওখানেই আবেদনপত্রটি (Application Form) পাবেন। সেটিকে নিজের সমস্ত জরুরি তথ্য (Important Documents) সমেত ভালোভাবে পূরণ করে নিন।
iv) এবার জরুরি Documents স্ক্যান করে আপলোড করে নিয়ে আবেদনপত্রটির একটি কপি স্ক্যান (Scan) করে নিজের কাছে রাখুন।
v) আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন মূল্য:
কোনোরূপ আবেদন মূল্য লাগবে না।
বিজ্ঞপ্তি প্রকাশিত:
০২/০৮/২০২৩
আবেদন শুরু:
০৩/০৮/২০২৩
আবেদন শেষ:
৩১/০৮/২০২৩
বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি (Notification) অবশ্যই পড়ে দেখুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh