HomeEducation Newsকৃষিবিদ্যা নিয়ে স্নাতকস্তরে পড়ার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। জানুন বিশদে।

কৃষিবিদ্যা নিয়ে স্নাতকস্তরে পড়ার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। জানুন বিশদে।

পশ্চিমবঙ্গের দুই থেকে তিন শতাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। বর্ধমানের বহু গ্রাম থেকে শুরু করে বীরভূম, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ির গ্রামে কৃষিকাজই মূল জীবিকা। কৃষিকাজ খুব গুরুত্বপূর্ণ (Very Important) একটি পেশা। এই পেশায় থাকা মানুষগুলোর জন্যই আমরা খাদ্যগ্রহণ করতে পারি। এই পেশা নিয়ে অনেকেই পড়াশোনা করতে চান। আপনিও যদি কৃষি নিয়ে পড়াশোনা করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। কি সেই খবর? জানুন।

যাঁরা কৃষিবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করতে চান তাঁদের জন্য রয়েছে দারুণ একটি সুযোগ। কোন কোন কলেজে পড়ার সুযোগ রয়েছে বা কত নম্বর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় থাকা প্রয়োজন ইত্যাদি সেই সমস্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতেই আজকের আমাদের এই প্রতিবেদন(Article)। শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

কোন কোন বিষয়ে স্নাতকস্তরে (Graduation Degree) পড়াশোনার সুযোগ পাওয়া যাবে?

কৃষিবিদ্যা অর্থাৎ Agriculture এবং উদ্যানবিদ্যা অর্থাৎ Horticulture বিষয়ে চার বছরের স্নাতক স্তরে পড়াশোনা করার সুযোগ পাবেন।

এই বিষয়ে পড়ার জন্য কারা সুযোগ পাবেন?

স্নাতকস্তরে কৃষিবিদ্যা (Agriculture) এবং উদ্ভিদবিদ্যা (Horticulture) নিয়ে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীর মাধ্যমিক (Madhyamik) অথবা সমতুল্য কোনো পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ এবং উচ্চমাধ্যমিক (Higher Secondary) বা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

কোন কোন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া যাবে?

কলেজ অফ এগ্রিকালচার(College of Agriculture), পুন্ডিবাড়ি(Pundibari), কোচবিহার (Cooch Bihar) এবং কলেজ অফ এগ্রিকালচার, মাঝিয়ান, দক্ষিণ দিনাজপুরের কলেজে কৃষিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) আবেদন পদ্ধতি বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন শুরুর তারিখ:

১২ই জুন, ২০২৩ সাল।

আবেদন শেষের তারিখ:

২রা জুলাই, ২০২৩ সাল পর্যন্ত।

মেধাতালিকা কবে প্রকাশিত হবে?

৫ই জুলাই, ২০২৩ সাল।

এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) চোখ রাখুন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular