HomeEducation Newsউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর পড়ার সুযোগ, ভর্তির প্রক্রিয়া সহ জেনে নিন...

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর পড়ার সুযোগ, ভর্তির প্রক্রিয়া সহ জেনে নিন বিস্তারিত।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দিচ্ছে স্নাতকোত্তর পর্বে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার সুযোগ। সম্প্রতি এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।কোন বিষয়ের জন্য ভর্তি নেওয়া হবে, ভর্তি প্রক্রিয়া কি ইত্যাদি অন্যান্য আরো বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

কোন বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য ভর্তি নেওয়া হবে?

Computer Applications বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়(University of North Bengal)।

ভর্তির আবশ্যিক যোগ্যতা কি কি?

i) স্নাতকোত্তর স্তরে আবেদন করার জন্য প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে (Computer Application, Computer Science, Information Technology) স্নাতক হতে হবে।

ii) আবেদনকারীদের উপরোক্ত বিষয়গুলিতে ৬০ শতাংশ নম্বরসহ স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যিক।iii) এছাড়াও যে সমস্ত পড়ুয়া West Bengal Joint Entrance for Masters in Computer Applications অর্থাৎ JEMCA তে উত্তীর্ণ হয়েছেন তাঁরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা:

১৪টি।

কিন্তু হঠাৎ বছরের শেষের দিকে এই ভর্তির প্রক্রিয়া করার কি কারণ?

এই বিষয়ে প্রতিষ্ঠানের এক উপাচার্য জানান যে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য রাখা ৩০ টি আসনের মধ্যে এখনো ১৪টি আসন খালি রয়েছে। সেই আসনগুলো পূরণের জন্যই এই ভর্তি প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

ভর্তির প্রক্রিয়া:

  • i) আগ্রহী পড়ুয়াদের প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।
  • ii) এবার সেখানে গিয়ে দু’টি ফর্ম পূরণ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি Spot Counselling এর মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।

ইন্টারভিউ নেওয়ার তারিখ:

আগামী ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে (Technology Department) বেলা ১২টার আগে পৌঁছে যেতে হবে এবং সেখানেই Spot Counselling করা হবে।

কাউন্সেলিং হবার দিন ওই দু’টি ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র, ছবি-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।

ভর্তির ফি:

স্নাতকোত্তর পর্বের প্রথম সেমেস্টারের (First Semester) ফি বাবদ ৬,৮৫৯ টাকা ধার্য করা হয়েছে।

ছাত্র আবাসিকে থাকার শর্ত:

যেসব পড়ুয়ারা ছাত্র আবাসিকে থাকতে চান, তাঁদের ছাত্রাবাসগুলিতে আবাসিক হিসাবে থাকার জন্য আরও একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে।

এই প্রসঙ্গে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular