HomeEducation Newsশুরু হলো UGC-NET পরীক্ষার আবেদন প্রক্রিয়া, কতদিন চলবে? কিভাবে আবেদন করবেন? জানুন

শুরু হলো UGC-NET পরীক্ষার আবেদন প্রক্রিয়া, কতদিন চলবে? কিভাবে আবেদন করবেন? জানুন

অনলাইনে চালু হয়ে গেল UGC-NET পরীক্ষার আবেদন প্রক্রিয়া। UGC NET-র জুন সেশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হল। তিন সপ্তাহ ধরে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে এবং আগামী মাসে ১৩ থেকে ২২ শে জুনের মধ্যে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

ভারতের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে জুনিয়র রিসার্চ ফেলশিপ অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা নির্ধারণের জন্য UGC NET পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাটির আয়োজন করে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সাধারণত প্রত্যেক বছর দুবার করে UGC NET পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সী। একটি পরীক্ষা হয় ডিসেম্বর মাসে এবং অন্য পরীক্ষাটি হয় জুন মাসে। চলতি বছরের জুন মাসের পরীক্ষার আবেদন প্রক্রিয়ার শুরু হলো এই মাসের ১০ তারিখ থেকে।

১০ মে তারিখ থেকে অনলাইনে UGC NET-র জুন সেশনের (UGC NET June 2023 Session) জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। UGC এর চেয়ারম্যান টুইটারে জানিয়েছেন যে, “জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এর জন্য UGC NET পরীক্ষার জন্য সেশনের পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কম্পিউটার বেসড টেস্ট মোডে এবারে মোট ৮৩ টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১০ মে থেকে ৩১ মে পর্যন্ত। ৩১ মে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে।

তিনি আরো জানিয়েছেন যে, আগামী মাসের ১৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে জুন সেশনের জন্য। পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং UGC এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

NTA এর অফিসিয়াল ওয়েবসাইট: nta.ac.in এবং ইউজিসি নেট: ugcnet.nta.nic.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular