NMC অর্থাৎ National Medical Commission প্রকাশ করলো ডাক্তারির স্নাতকস্তরে ভর্তির প্রবেশিকা অর্থাৎ NEET UGC পরীক্ষার আগামী বছরের সিলেবাস। গত সোমবারের প্রকাশিত এই সিলাবাসে দেখা যাচ্ছে, সেই সিলেবাসে (Syllabus) ঘটেছে বদল। Physics, Chemistry এবং Biology মিলিয়ে আগে যেখানে ৯৭টি চ্যাপ্টার ছিল, সেখানে তার সংখ্যা কমিয়ে এবার ৭৯টি করা হয়েছে। তবে হ্যাঁ, সকল বিষয়েই কিছু চ্যাপ্টার যোগ করা হয়েছে।
কিন্তু হঠাৎ এই বদল কেনো? জানা গেছে যে সিলেবাসকে সহজ করে তোলার উদ্দেশ্য নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে MNC এর তরফে। প্রতি বছর সারা দেশের প্রায় ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী এই NEET UGC পরীক্ষাতে বসে। দেশের বাংলা নিট পরীক্ষায় (NEET Exam) বসে। বাংলা এবং ইংরেজি(Bengali and English Medium), দুই মাধ্যমের পড়ুয়ারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সবার জন্যই এই বদল অনেক সুবিধার হবে বলেই মনে করা হচ্ছে।
কোন কোন বিষয় যোগ করা হয়েছে?
মূলত ব্যবহারিক বিষয়গুলি যোগ করা হয়েছে যেমন Physics Practical এ থাকা Vernier Calipers, Screw Gauges ইত্যাদি বিষয়গুলি অর্থাৎ চ্যাপ্টারগুলি (Chapters) নতুন এই সিলেবাসে Theoretical সিলেবাসে ঢোকানো হয়েছে। অন্যদিকে Chemistry তে Chemistry Practical এ থাকা Titration, Salt Analysis সহ অন্যান্য চ্যাপ্টারগুলি ঢোকানো হয়েছে। যদিও Biology তে নতুন কিছু যোগ করা হয়নি। বরং বেশিরভাগ চ্যাপ্টার বাদ পড়েছে বায়োলজিতেই(Biology)।
NMC এর তরফে বলা হয়েছে যে চ্যাপ্টারগুলি সিলেবাসের অন্তর্গত না থাকলেও ডাক্তারি বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হবেনা সেই বিষয়গুলিকেই সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এই বদলে সমস্ত ছাত্রছাত্রী সহ অভিভাবকরাও যথেষ্ট খুশি।
-Written by Riya Ghosh